ব্যাকরণগত শ্রেণি
ব্যাকরণের বিভিন্ন উপকরণের সংকলন নিয়ে গঠিত শ্রেণি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ব্যাকরণগত শ্রেণি |
সমধর্মী সংকলন |
সংকলন |
দল|
বিমূর্তন |
বিমূর্তসত্তা |
সত্তা |}
ইংরেজি :
grammatical category, syntactic category
ব্যাখ্যা: ব্যাকরণে ব্যবহৃত নানা ধরনের সংকলন রয়েছে। যেমন- পদ, ক্রিয়ামূল, প্রত্যয় ইত্যাদি
(varb root)
বাংলা, হিন্দি সংস্কৃত ইত্যাদি ভাষায় শব্দের মূলে থাকে কোনো ক্রিয়ামূল বা ধাতু। এর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয়।
বচন
(number)
পদের সংখ্যা নির্দেশক শব্দসঙ্কেত বিষয়ক শ্রেণি
পদ-প্রকর্ণ
(part of speech, form class, word class ):
বাক্যের প্রতিটি শব্দকে পদ বলে।
ব্যাকরণের পারিভাষিক নাম দ্বারা এদের প্রথগতভাবে অভিহিত করা হয়।