সমধ্র্মী সংকলন
সাধারণ গুণাগুণের বিচারে যে সংকলন তৈরি করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { সমধর্মী সংকলন | সংকলন | দল| বিমূর্তন | বিমূর্তসত্তা | সত্তা |}
ইংরেজি :
class, category, family

ব্যাখ্যা:
বিভিন্ন সত্তার সংগ্রহের মাধ্যমে সংকলন তৈরি হয়। সংকলন একটি সাধারণ নির্বাচন হতে পারে বা সমধর্মী কিছু সামগ্রী নিয়েও তৈরি হতে পারে। এ সকল বিচারে সংকলন নানা ধরনের হতে পারে। যেমন-