বচন
পদের
সংখ্যা নির্দেশক শব্দসঙ্কেত বিষয়ক শ্রেণি
ঊর্ধ্বক্রমবাচকতা { বচন
| ব্যাকরণগত শ্রেণি | সমধর্মী সংকলন | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
ইংরেজি : grammatical category, syntactic category

ব্যাখ্যা: ব্যাকরণে বচন একটি পারিভাষিক শব্দ। ব্যাকরণের বিভিন্ন উপকরণের সংকলন নিয়ে গঠিত শ্রেণিকে বচন হিসেবে বিবেচনা করা হয়। একটি সংখ্যা বুঝাতে এক বচন এবং একাধিক বুঝতে বহুবচন বলা হয়। ভাষাভেদে বচনের ব্যবহরিক রূপ ভিন্ন ভিন্ন রকমের হয়। বাংলা ভাষায় বচন ব্যবহৃত হয় বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রে।