পদ-প্রকরণ
বাক্যের প্রতিটি শব্দকে পদ বলে।
ব্যাকরণের পারিভাষিক নাম দ্বারা এদের প্রথগতভাবে অভিহিত করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা:
পদ-প্রকরণ |
{ব্যাকরণগত শ্রেণি
|
সমধর্মী সংকলন |
সংকলন |
দল|
বিমূর্তন |
বিমূর্তসত্তা |
সত্তা |}
ইংরেজি :
part of speech, form class, word class
ব্যাখ্যা: বাক্যের প্রতিটি শব্দকে ব্যাকরণে পদ হিসেবে
বিবেচনা করা হয়। এই পদগুলো ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়। প্রথাগতভাবে বাংলায়
পাঁচটি পদকে স্বীকার করে নেওয়া হয়। যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়।