চলৎ
বানান বিশ্লেষণ: চ্+অ+ল্+অ+ত্
উচ্চারণ:
cɔ.lot̪ [চ.লোৎ]
শব্দ-উৎস: সংস্কৃত চলৎ> বাংলা চলৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
চল্ (গমন করা) + অৎ (শতৃ)
পদ:
বিশেষণ
অর্থ:
যা চলে, চলনশীল, গতিশীল

সূত্র :