চলৎ
বানান বিশ্লেষণ:
চ্+অ+ল্+অ+ত্
উচ্চারণ:
cɔ.lot̪
[চ.লোৎ]
শব্দ-উৎস:
সংস্কৃত চলৎ>
বাংলা
চলৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√চল্ (গমন করা) +
অৎ (শতৃ)
পদ:
বিশেষণ
অর্থ:
যা চলে, চলনশীল, গতিশীল
সূত্র :
-
চলন্তিকা। রাজশেখর
বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
-
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
-
বাঙ্গালা ব্যাকরণ।
শক্টর মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদার্স। ফাল্গুন ১৩৪২
-
বাঙ্গালা ভাষার অভিধান
(প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
-
বাঙ্গালা শব্দকোষ।
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
-
ভাষাপ্রকাশ বাঙ্গালা
ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯।
-
শব্দবোধ অভিধান।
আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।