স (সন)
সংস্কৃত
প্রত্যয়। এই প্রত্যয় ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে সন্-অন্ত ক্রিয়ামূল উৎপন্ন করে। এক্ষেত্রে ক্রিয়ামূলের বর্ণবিন্যাসে পরিবর্তন ঘটেএই কারণে এই প্রত্যয়কে ধাত্ববয়ব বলা হয় এই প্রত্যয়যোগে উৎপন্ন সন্-অন্ত ক্রিয়ামূলের তালিকা তুলে ধরা হল।
           
               
চিকিৎস {কিৎ (রোগ নাশ করা) + স (সন্) ইচ্ছার্থে।
              
চিকীর্ষ {কৃ (করা) +স (সন্) ইচ্ছার্থে}
             
 √শুশ্রুষ্ {শ্রু (শ্রবণ) +স (সন্) ইচ্ছার্থে}