শুশ্রুষ্
সংস্কৃত সনান্ত ক্রিয়ামূল। শ্রু ক্রিয়ামূলের সাথে স (সন্) প্রত্যয় যুক্ত হয়ে সনান্ত ক্রিয়ামূল শুশ্রুষ্ তৈরি হয়।

শুশ্রুষ্=শ্রু (সেবা করা)+  স (সন্) স্বার্থে}

এর ভাবগত অর্থ সেবা করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদের তালিকা দেওয়া হলো।
       
শুশ্রুষ্+অক (ণ্বুল)=শুশ্রুষক
        শুশ্রুষ্+অ (অ)=শুশ্রুষা