জীবকোষ
জীবদেহের কাঠামোগত এবং কার্যক্রমের একটি একক সত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{| জীবকোষ |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
cell
ব্যাখ্যা: জীবকোষ জীবের প্রাথমিক কাঠামোগত একক। বৈশিষ্ট্য অনুসারে কোষকে নানা ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন
reproductive cell, germ cell, sex cell
): শুক্রাণু বা ডিম্বাণু।
প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ
(prokaryotic cell, procaryotic cell):
যে সকল কোষের নিউক্লেইকে ঘিরে কোনো পর্দা নেই।
সু-প্রাণকেন্দ্রিক কোষ
(eukaryotic cell,
eucaryotic cell):
যে সকল কোষের
নিউক্লেইকে ঘিরে পর্দা আছে।
সোমাটিক কোষ
(somatic
cell, vegetative cell):
প্রজননে
অংশগ্রহণকারী কোষ ব্যতীত যেকোন কোষ।