প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষ
যে সকল কোষের নিউক্লেইকে ঘিরে
কোনো পর্দা নেই।
ঊর্ধ্বক্রমবাচকতা {|
প্রাক্-প্রাণকেন্দ্রিক
কোষ
| জীবকোষ |
ব্যাখ্যা: জীবদেহের এক প্রকার কোষ। গ্রিক শব্দ Pro (আদি বা পূর্ব) ও karyotic (নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র) -এর সমন্বয়ে এই শব্দটির সৃষ্টি হয়েছে— Prokaryote। এই জাতীয় কোষে কোনো সুষ্পষ্ট প্রাণকেন্দ্র নেই। প্রাণকেন্দ্র যুক্ত জীবকোষের আগে এই জাতীয় জীবকোষের উদ্ভব হয়েছিল। অধিকাংশ প্রাক্-প্রাণকেন্দ্রিক কোষযুক্ত জীবদেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত।