সু-প্রাণকেন্দ্রিক কোষ
যে সকল কোষের নিউক্লেইকে ঘিরে পর্দা আছে নেই।
ঊর্ধ্বক্রমবাচকতা {|
সু-প্রাণকেন্দ্রিক কোষ | জীবকোষ | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
prokaryote, procaryote

 

ব্যাখ্যা: জীবদেহের এক প্রকার কোষ। গ্রিক শব্দ Eu (প্রকৃত, আদর্শ) ও karyotic (নিউক্লিয়াস) -এর সমন্বয়ে এই শব্দটির সৃষ্টি হয়েছে— Eukaryote। বাংলাতে আদর্শ, ভাল বা যথাযথ অর্থে- সু  এবং নিউক্লিয়াসযুক্ত বা প্রাণকেন্দ্রযুক্ত অর্থে এর পরিভাষা করা হয়েছে- সু-প্রাণকেন্দ্রীয় কোষ। একটি সুসংগঠিত কোষে যে সকল উপাদান থাকা উচিৎ, তার সবই এই জাতীয় কোষে পাওয়া বলে- এর এরূপ নামকরণ করা হয়েছে।