জননকোষ
একসেট অবিভাজিত ক্রমোজোম সেট থাকে এমন
পরিপক্ব প্রজননকোষ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{জননকোষ |
প্রজনন কোষ ।
জীবকোষ |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
gamete
ব্যাখ্যা: প্রজননের জন্য
পুরুষদেহে সৃষ্ট শুক্রাণু এবং নারী দেহে সৃষ্ট ডিম্বাণু। উভয়ই প্রজননকোষের
অন্তর্ভুক্ত। জননকোষ পরিপক্ব হয়ে উঠলে এদের ভিতরে একটি অবিভাজিত ক্রোমোজোমের সেট
তৈরি হয়।
sperm,
sperm cell, spermatozoon, spermatozoan
):
একসেট অবিভাজিত ক্রমোজোম সেট থাকে এমন পরিপক্ব প্রজননকোষ।
ডিম্বাণু
(ovum, egg cell)
):
প্রজননের জন্য নারীদেহে উৎপন্ন অবিভাজিত ক্রমোজোম
সেট, যা পরিপক্ব প্রজননকোষ হিসেবে
বিকশিত হয়।