প্রতীক Md
পারমাণবিক ওজন ২৫৮
পারমণবিক সংখ্যা ১০১
ইলেক্ট্রোন সংখ্যা ১০১
প্রোটোন ১০১
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩১ ৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f127s2
গলনাঙ্ক :  ৮২৭ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : অজ্ঞাত।
আপেক্ষিক গুরুত্ব: ৮.৮৪ গ্রাম/ঘন সেমি

মেন্ডেলেভিয়াম

একটি রুপালি ধূসর বর্ণের অ্যাক্টিনাইড ধাতব মৌলিক পদার্থ। ১৯৫০ খ্রিষ্টাব্দে এই মৌলটি তৈরি করেন Stanley Thompson, Albert Ghiorso এবং Glenn Seaborg। 

সূত্র :