প্রতীক Cn
পারমাণবিক ওজন ২৮৫
পারমণবিক সংখ্যা ১১২
ইলেক্ট্রোন সংখ্যা ১১২
প্রোটোন ১১২
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d107s2

কোপার্নিসিয়াম

তেজস্ক্রিয় মৌলিক পদার্থ বিশেষ। ১৯৯৬ খ্রিষ্টাব্দের ৯ই ফেব্রুয়ারি জার্মানির ডার্মস্টাটে জিএসআই হেল্মহলৎজ সেন্টারে ভারী আয়ন গবেষণা করতে গিয়ে কোপার্নিসিয়াম আবিষ্কার করা হয়। জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাসের নামানুসারে এর নামকরণ করা হয়।

সূত্র: