প্রতীক Ds
পারমাণবিক ওজন ২৮১
পারমণবিক সংখ্যা ১১০
ইলেক্ট্রোন সংখ্যা ১১০
প্রোটোন ১১০
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৭ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d87s2

ডার্মস্টাটিয়াম

তেজস্ক্রিয় মৌলিক পদার্থ বিশেষ। ১৯৯৪ খ্রিষ্টাব্দে জার্মানির ডার্মস্টেট শহরের কাছে জিএসআই হেল্মহোলৎজ সেন্টার ফর হেভি আয়ন রিসার্চ-এ উদ্ভাবিত হয়। ডার্মস্টেট শহরের নামেই এই পদার্থের নামকরণ করা হয় ডার্মস্টেটিয়াম।

সূত্র :