প্রতীক
Rg
পারমাণবিক ওজন ২৮১
পারমণবিক সংখ্যা ১১১
ইলেক্ট্রোন সংখ্যা ১১১
প্রোটোন ১১১
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৭ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d97s2
রন্টজেনিয়াম
তেজস্ক্রিয় মৌলিক পদার্থ
বিশেষ। ১৯৯৪ খ্রিষ্টাব্দে জার্মানির ডার্মষ্টাট শহরে জিএসআই হেল্মহোলত্স ভারী আয়ন গবেষণা কেন্দ্রে এটি প্রথম তৈরি করা হয়। বিজ্ঞানী ভিলহেল্ম রোন্টগেনের নামে মৌলটির নামকরণ করা হয়।
প্রকৃতিতে এর দেখা পাওয়া যায় না। এর সবচেয়ে স্থিতিশীল আইসোটোপটি হচ্ছে রন্টজেনিয়াম-২৮২, এর অর্ধায়ু ২.১ মিনিট।