টেকনেশিয়াম
বানান বিশ্লেষণ: ট্+এ+ক্+ন্+এ+শ্+ই+আ+ম্+অ
উচ্চারণ:
ʈek.ne.ʃi.am (টেক্.নে.শি.আম্)
শব্দ-উৎস: গ্রিক
τεχνητός, (Craft, Art.Artificial) + -ium). (শিল্পকর্ম, কৃত্রিম)> ইংরেজি Technetium> বাংলা টেকনেশিয়াম
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ধাতু | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

একটি রূপালি ধূসর, স্ফটিকের মতো মৌলিক ধাতু। এর প্রতীক Tc, পারমাণবিক সংখ্যা ৪৩, পারমাণবিক ওজন ৯৫.৯৬। এর গলনাঙ্ক প্রায় ২৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাংক ৪৫৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এর কোনো স্থিতিশীল আইসোটোপ নেই। প্রায় সব ধরনের টেকনিশিয়ামই কৃত্রিমভাবে উৎপাদিত হয়।সামান্য পরিমাণে প্রকৃতি পাওয়া যায়। প্রাকৃতিকভাবে উৎপন্ন টেকনিশিয়াম ইউরেনিয়াম আকরিকে একটি স্বতঃস্ফূর্ত বিভাজিত পণ্য হিসাবে পাওয়া যায়।

এই মৌলটি আবিষ্কৃত হওয়ার আগেই কিছু বৈশিষ্ট্য-সহ একটি অজ্ঞাত মৌলিক পদার্থ হিসেবে দিমিত্রি মেন্দেলিয়েভ ভবিষ্যদ্বাণী করেন। মেন্দেলিয়েভ তাঁর পর্যায় সারণিতে একটি ফাঁক উল্লেখ করেছিলেন এবং অনাবিষ্কৃত উপাদানটির শর্তাধীন নাম একাম্যাঙ্গানিজ (Em) দিয়েছিলেন। ১৯৩৭ খ্রিষ্টাব্দে টেকনিশিয়াম-৯৭ আইসোটোপ প্রথম উল্লেখযোগ্য কৃত্রিম মৌল হিসেবে উৎপাদন করা হয়।