প্রতীক Lv
পারমাণবিক ওজন ২৯৩
পারমণবিক সংখ্যা ১১৬
ইলেক্ট্রোন সংখ্যা ১১৬
প্রোটোন ১১৬
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ৩২ ১৮ ৬
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
5f146d107s27p4

লিভারমোরিয়াম
Livermorium

তেজস্ক্রিয় মৌলিক পদার্থ বিশেষ। মৌলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন্স লিভারমোর জাতীয় পরীক্ষাগারের নামে নামকরণ করা হয়েছে। ২০১২ খ্রিষ্টাব্দের ৩০শে মে আন্তর্জাতিক বিশুদ্ধ ও ব্যবহারিক রসায়ন ইউনিয়ন এই নামটি গ্রহণ করে। লিয়াভরমোরিয়ামের চারটি সমস্থানিক সম্বন্ধে জানতা পারে গেছে, যাদের ভরসংখ্যা ২৯০ থেকে ১৯৩ পর্যন্ত হতে পারে। এর মধ্যে লিভারমোরিয়াম-২৯৩-এর আয়ু সর্বাধিক; এটির অর্ধায়ু প্রায় ৬০ মিলিসেকেন্ড।

সূত্র: