নিষ্ক্রিয় গ্যাস/মহার্ঘ গ্যাস
ইংরেজ : inert gas/noble gas

যে সকল গ্যাসের রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় দশায় থাকে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। স্বাভাবিকভাবে অন্য পদার্থের সাথে এরা মিলিত হয় না, সেকারণে এদের যোজনী শূন্য ধরা হয়। এই গ্যাসগুলো এক-পরমাণুক। অর্থাৎ এই গ্যাসগুলো অণুতে একটি পরমাণু থাকে। এই গ্যাসগুলো হলো- আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন, রেডনহিলিয়াম

অন্যান্য মৌলের তুলনায় নিষ্ক্রিয় গ্যাসের রাসায়নিকভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে এদেরকে অভিজাত গ্যাস বা মহার্ঘ গ্যাস (
noble gas )বলা হয়। এদের ভিতরে জেনন এবং ক্রিপ্টন বিশেষ অবস্থায় ফ্লুরিন বা অক্সিজেনের সাথে মিলিত হয়। আবার বায়ুমণ্ডলে এই জাতীয় গ্যাস খুবই কম দেখা যায়, এই কারণে এদেরকে বলা হয় বিরল গ্যাস (rare gas) এই গ্যাসগুলোর মধ্যে রেডন ছাড়া অন্য পাঁচটি গ্যাস সুস্থিত নয়। এর কোনো সুস্থিত আইসোটোপ নেই। এর সব আইসোটোপ তেজস্ক্রিয়। রেডনের সব আইসোটোপের অর্ধজীবন খুব কম। এদের ভিতর সবচেয়ে দীর্ঘ অর্ধজীবন আছে রেডিয়াম থেকে উৎপন্ন রেডন-২২২ -এর। এর অর্ধজীবন ৩.৮২৩ দিন।