মোনোস্যাকারাইড
Monosaccharide

এটি এক প্রকার কার্বোহাইড্রেড।  গ্রিক monos (এক) এবং sacchar (চিনি)। উভয় মিলে এর অর্থ দাঁড়ায় একটি চিনি। একটি কার্বন শৃঙ্খলের দ্বারা এই কার্বোহাইড্রেড তৈরি হয়। তাই এর এরূপ নামকরণ করা হয়েছে। এই জাতীয় কার্বোহাইড্রেডকে আর্দ্র বিশ্লেষণ করা যায় না। এর সাধারণ সঙ্কেত- CnH2nOn

মনোস্যাকারাইডসমূহে একটি মুক্ত অ্যালডিহাইড গ্রুপ
(-CHO) বা কিটো গ্রুপ  (>C=O) এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ (-OH)  থাকে। এতে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ (-CHO) বা কিটো গ্রুপ (>C=O) মুক্তভাবে থাকায় এরা বিজারক হিসেবে কাজ করে।

এ্‌ই জাতীয় কার্বোহাইড্রেড ৩ থেকে ১০টি  কার্বন থাকতে পারে। এক্ষেত্রে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে নিম্নোক্ত ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন-