ফসফরিক এ্যাসিড
Phosphoric acid

এটি এক প্রকার অজৈব খনিজ দুর্বল এ্যাসিড। এর রাসায়নিক সংকেত H3PO4 ফসফেটের জলীয় দ্রবণ থেকে এই এ্যাসিড তৈরি হয়ে থাকে। এই এ্যাসিড প্রধানত সার কারখানায় ব্যবহৃত হয়। কোলা এবং বেভারেজ জাতীয় পানীয়কে অম্লীয় করতে ফুড-গ্রেড ফসফরিক এ্যাসিড ব্যবহার করা হয়। এর ফলে কোমল পানীয়ে অম্ল ও ঝাঁঝালো স্বাদ সৃষ্টির হয়। তবে অধিক পরিমাণ এই এ্যাসিড গ্রহণ করলে বৃক্ক-সংক্রমণ রোগের সৃষ্টি হতে পারে। এ ছাড়া এই এ্যাসিড হাড়ের ঘনত্ব ক্ষয়ের কারণ হতে পারে।

জীবদেহে এই এ্যাসিড পাওয়া যায় নিউক্লেইক এ্যাসিডে। পৃথিবীর কালক্রমধারায়
আর্কিয়ান কাল - এই এ্যাসিড জীবকোষের নিউক্লেইক এ্যাসিড তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছিল।