ক্লোরোফিলের গঠন
সবুজ উদ্ভিদের পাতার মেসোফিল কলার কোষগুলোতে ক্লোরোপ্লাস্ট নামে একধরনের প্লাস্টিড থাকে। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড পর্দার মধ্যে ক্লোরোফিল থাকে।
প্রকৃতিতে নানা ধরণের ক্লোরোফিল রয়েছে।
আধুনিককালে
আর্কেব্যাক্টেরিয়ার শ্রেণিকরণে
ক্লোরোফিলগুলোকে দুটি ভাগে ভাগ করা
হয়। ভাগ দুটো হলো−
এ্যাডেনোসিন ট্রাইফসফেট (ATP) |
প্রতিটি বিভাগের সাথে যুক্ত থাকে পরফাইরিন (porphyrin) বলয়। এর কেন্দ্রে থাকে ম্যাগনেসিয়াম Mg++) আয়ন। এই আয়নগুলো ছিল -CHO, -CH=CH2, CH3, -CH2CH3, -CH2CH2COO। এর ভিতরে Chlorophyll f -এর আদি নমুনা পাওয়া গেছে পশ্চিম অষ্ট্রেলিয়ার শার্ক উপসাগরীয় অঞ্চলের পাথরে। এই ক্লোরোফিলের সাহায্যে আর্কেব্যাক্টেরিয়া বা এই জাতীয় জীবকণিকাগুলো সূর্যের অবলোহিত রশ্মি ((infrared light) গ্রহণ করতো। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া এই ক্লোরোফিলের সাহায্যে এরা হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে এ্যাডেনোসিন ট্রাইফসফেট (Adenosine triphosphate) উৎপন্ন করতো এবং বাতাসে গন্ধক পরিত্যাগ করতো।
সামগ্রিক গঠনের বিচারে সবুজ উদ্ভিদের ক্লোরোফিলকে ছয়টি ভাগে ভাগ করা হয়। নিচে ভাগগুলো এবং এদের আণবিক সংকেত দেখানো হলো
এছাড়া সাহায্যকারী রঞ্জক পদার্থ হিসাবে ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন পাওয়া যায়। কিছু কিছু কিছু ব্যাক্টেরিয়াতে ক্লোরোফিল থাকে। একে বলা হয় ব্যাক্টেরিও-ক্লোরোফিল।
ক্লোরোফিলের গাঠনিক বিন্যাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম। প্রতিটি বিভাগের সাথে যুক্ত থাকে পরফাইরিন (porphyrin) বলয়। এর কেন্দ্রে থাকে ম্যাগনেসিয়াম Mg++) আয়ন। নিচে এই বলয়ে যুক্ত আয়নগুলো বিভাগ অনুসারে দেখানো হলো।
Chlorophyll a | Chlorophyll b | Chlorophyll c1 | Chlorophyll c2 | Chlorophyll d | Chlorophyll f | |
---|---|---|---|---|---|---|
Molecular formula | C55H72O5N4Mg | C55H70O6N4Mg | C35H30O5N4Mg | C35H28O5N4Mg | C54H70O6N4Mg | C55H70O6N4Mg |
C2 group | -CH3 | -CH3 | -CH3 | -CH3 | -CH3 | -CHO |
C3 group | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CH=CH2 | -CHO | -CH=CH2 |
C7 group | -CH3 | -CHO | -CH3 | -CH3 | -CH3 | -CH3 |
C8 group | -CH2CH3 | -CH2CH3 | -CH2CH3 | -CH=CH2 | -CH2CH3 | -CH2CH3 |
C17 group | -CH2CH2COO-Phytyl | -CH2CH2COO-Phytyl | -CH=CHCOOH | -CH=CHCOOH | -CH2CH2COO-Phytyl | -CH2CH2COO-Phytyl |
C17-C18 bond | Single (chlorin) |
Single (chlorin) |
Double (porphyrin) |
Double (porphyrin) |
Single (chlorin) |
Single (chlorin) |
Occurrence | Universal | Mostly plants | Various algae | Various algae | Cyanobacteria | Cyanobacteria |