হাইড্রোজেন সালফাইড
Hydrogen sulfide (ব্রিটিশ ইংরেজিতে এর বানান hydrogen sulphide)

এটি একটি রাসায়নিক যৌগ। এর রাসায়নিক সংকেত H 2S । ১৭৭৭ খ্রিষ্টাব্দে সুইডিশ রসায়নবিদ কার্ল উইলহেম শিলি হাইড্রোজেন সালফাইড আবিষ্কার করেন।

এটি বর্ণহীন গ্যাস। এতে রয়েছে পচা ডিমের গন্ধ। সাধারণ প্রাকৃতিক বাতাসের থেকে এই গ্যাস একটু ভারি। জীবের জন্য এই গ্যাস বিষাক্ত। জলাশয়ে বা স্যাঁতসেঁতে স্থানে অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া দ্বারা হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়ে থাকে। আগ্নেয়গিরীর গ্যাসে, প্রাকৃতিক গ্যাসে, কূপের পানিতে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের দেহে খুবই সামান্য পরিমাণে এই গ্যাস উৎপন্ন হয়। পেট্রোলিয়াম বা ক্রুড পেট্রোলিয়ামে সামান্য পরিমাণে হাইড্রোজেন সালফাইড পাওয়া যায়, কিন্তু প্রাকৃতিক গ্যাসে অনেকে সময়ই প্রায় ৯০% পর্যন্ত হাইড্রোজেন সাইলফাইডের উপস্থিতি লক্ষ্য করা যায়। আগ্নেয়গিরি এবং কিছু উষ্ণ ঝরণায় হাইড্রোজেন সাইলফাইড পাওয়া যায়।

পরীক্ষাগারে সালফার ধাতুকে হাইড্রোজেন গ্যাসের সাথে প্রায় ৪৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে হাইড্রোজেন সাইলফাইড পাওয়া যায়। এছাড়া গবেষণাগারে ফেরাস সালফাইডকে শক্তিশালী এসিডের সাথে মিশ্রিত করে বিক্রিয়া ঘটালে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়।

FeS + 2HCl → FeCl2 + H2S

দ্রবীভূত হাইড্রোজেন সালফাইড
পানিতে এই গ্যাস সামান্য পরিমাণে দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হাইড্রোজেন সালফাইডকে হাইড্রোসালফিউরিক এসিড বলা হয়। সংক্ষেপে একে বলা হয় সালফাইড্রিক এসিড। এটি একটি দুর্বল এ্যাসিড। এ্যাসিড দ্রবণ প্রথমে পরিষ্কার থাকলেও পরে ঘোলাটে রঙ ধারণ করে। কারণ পানিতে দ্রবীভূত অক্সিজেন এবং হাইড্রোজেন সালফাইডের ধীর বিক্রিয়ায় সালফাল ধাতুর অধঃক্ষেপ পড়ে।

হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক বিক্রিয়া ও উপস্থিতি

১. উচ্চতাপমাত্রা অথবা প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড মিশ্রণ বিক্রিয়ার দ্বারা সালফার (গন্ধক) এবং পানি উৎপন্ন করে।

২. হাইড্রোজেন সালফাইড ধাতব আয়নের সাথে বিক্রিয়া করে ধাতব সালফাইড গঠন করে। উৎপন্ন এই পদার্থগুলোকে হাইড্রোজেন সালফাইডের লবণ নামে অভিহিত করা হয়। অধিকাংশ ধাতব সালফাইডের রঙ হয় কালো। আকরিকে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পরীক্ষার জন্য লেড এসিটেট কাগজ ব্যবহার করা হয়। হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে এই কাগজ ধূসর বর্ণ ধারণ করে এবং লেড সালফাইড গঠন করে।

৩. শক্তিশালী এসিডের সাথে ধাতব সালফাইড বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে।

৪. গাঢ় নাইট্রিক এসিডের সংস্পর্ষে গ্যাসীয় হাইড্রোজেন সালফাইড বিস্ফোরণ ঘটায়।

৫. হাইড্রোজেন সালফাইড এ্যালকোহলের সাথে বিক্রিয়া করে গুরুত্বপূর্ণ জৈব সালফার যৌগ থাইয়ল গঠন করে।

ব্যবহার
অধিক চাপে হাইড্রোজেন সাইলফাইড ধাতব বিদ্যুৎ পরিবাহী হিসেবে কাজ করে। হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে মিথেন থাইয়ল, ইথেন থাইয়ল ও থায়োগ্লাইকোলিক এসিডসহ বেশ কিছু জৈব যৌগ প্রস্তুত করা হয়।
ক্ষারীয় ধাতুর সাথে সংযোগে হাইড্রোজেন সালফাইড ক্ষারীয় হাইড্রোসালফাইডস তৈরি করা হয়। ডিউটেরিয়াম অক্সাইড বা সাধারণ পানি থেকে ভারী পানি পৃথকীকরণে গার্ডলার সালফাইড পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়।