রেই ক্র্যাটন
Rae Craton

আর্কিয়ন যুগের একটি ক্র্যাটন কানাডিয়ান ঢাল-ভূখণ্ড-এর ছয়টি ক্র্যাটনের একটি। বাকি পাঁচটি হলো- স্ল্যাভ, ওয়াইয়োমিং, হেয়ার্ন, সুপিরিয়র এবং নাইন

৪০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে আর্কিয়ান কালের শুরু দিকে অর্থাৎ ইয়ো-আর্কিয়ান যুগের ৩৯৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আগ্নেয় শিলা থেকে আদিম রূপান্তরিত শিলা তৈরির প্রক্রিয়া সচল ছিল।
এই প্রক্রিয়ার সূত্রে এই ক্র্যাটনটির সৃষ্টি হয়েছিল। এই ক্র্যাটনের উপরে ভূভাগের দৃশ্যমান অংশই হলো কানাডার রেই প্রদেশ। 

ধারণা করা হয়, ৩৯৬-৩৯৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনের উদ্ভব হয়েছিল। তবে ২৭০-২৯০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছেছিল। ২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কানাডিয়ান হেয়র্ন এবং রেই,  স্ল্যাভওয়াইয়োমিং এবং সুপিরিয়র ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল লাউরেনশিয়া মহাদেশ