স্ল্যাভ ক্র্যাটন
Slave Craton
আর্কিয়ন যুগের একটি
ক্র্যাটন
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড-এর ছয়টি ক্র্যাটনের একটি। বাকি পাঁচটি হলো-
রেই,
ওয়াইয়োমিং,
হেয়ার্ন,
সুপিরিয়র
এবং
নাইন।
৪০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে সৃষ্টি হয়েছিল এ্যাকাস্টা নাইস
( Acasta
Gneiss) নামক শিলা। প্রায় ৩০০,০০০
বর্গকিলোমিটার জুড়ে এই শিলাসমৃদ্ধ ভূখণ্ড গড়ে উঠেছিল। এর সাথে গ্র্যানিটয়ইড শিলা
যুক্ত হয়ে ভূগর্ভের গভীরে প্রথিত হয়ে একটি সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল। এই ক্র্যাটনের
ভূভাগের উপরে দিকে দৃশ্যমান অংশের উপর বর্তমান এর উপরে কানাডার স্ল্যাভ প্রদেশ
অবস্থিত।
ধারণা করা হয়,
৩৯৬-৩৯৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে এই ক্র্যাটনের উদ্ভব হয়েছিল। তবে ২৭৩-২৬৩ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
এই ক্র্যাটনটি সুস্থির দশায় পৌঁছেছিল। ২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
কানাডিয়ান হেয়র্ন এবং রেই ক্র্যাটন স্ল্যাভ, ওয়াইয়োমিং,
সুপিরিয়র
ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে
এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল
লাউরেনশিয়া মহাদেশ।