ওয়াইয়োমিনং ক্র্যাটন
Wyoming Craton
আর্কিয়ন যুগের একটি
ক্র্যাটন।
কানাডিয়ান ঢাল-ভূখণ্ডের
ছয়টি ক্র্যাটনের একটি। বাকি পাঁচটি হলো-
স্ল্যাভ,
রেই,
সুপিরিয়র,
হেয়ার্ন
এবং
নাইন।
আর্কিয়ান কালের
শুরু দিকে ৩৯৬-৩৯৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের প্রাথমিক ক্র্যাটনের
সূচনা হয়েছিল। এই ক্র্যাটনটি ৩৬০-৩০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এর
আয়তন ছিল প্রায় ১০০,০০০ বর্গ
কিলোমিটার। এরপর ভূগর্ভস্থ ম্যাগমার চাপ এবং পাতসঞ্চালনের সূত্রে এর সাথে
সুপিরিয়র,
হেয়ার্ন
ক্র্যাটনের সংঘাত হয়। প্রায় একই সময়
দূরবর্তী রেই
ক্র্যাটনও এতে অংশ গ্রহণ করে।
২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কানাডিয়ান হেয়র্ন এবং রেই ক্র্যাটন
স্ল্যাভ, ওয়াইয়োমিং,
সুপিরিয়র
ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে
এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল
লাউরেনশিয়া মহাদেশ।
১৭৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই তিনটি
ক্র্যাটনের সূত্রে সৃষ্টি হয়েছিল গ্রানাইটসমৃদ্ধ হেরার্নি শৃঙ্গের মতো পাহাড়ি
অঞ্চল।