সুপিরিয়র ক্র্যাটন
Superior Craton

আর্কিয়ন যুগের একটি ক্র্যাটন
 
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড-এর ছয়টি ক্র্যাটনের একটি। বাকি পাঁচটি হলো- স্ল্যাভ, রেই, ওয়াইয়োমিং, হেয়ার্ন এবং নাইন

বর্তমানে এই ক্র্যাটনের বিস্তার ধরা হয় উত্তর আমেরিকার উত্তর-পশ্চিমের কুইবেক, পূর্ব দিকের হাডসন উপসাগর দক্ষিণের উত্তর ওন্টারিও এবং উত্তরের হুরোন ও সুপিরিয়োর হ্রদ পর্যন্ত। এর সীমানা ধরা হয় ট্রান্স-হাডসোন গিরিজনি সংলগ্ন ওয়াইয়োমিং ও হেরনি ক্র্যাটন। মূলত এই সকল ক্র্যাটনের ক্রমবিস্তার এবং আন্তঃচাপে সৃষ্টি হয়েছিল  ট্রান্স-হাডসোন গিরিজনি।

২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কানাডিয়ান হেয়র্ন এবং রেই ক্র্যাটন স্ল্যাভওয়াইয়োমিং,  সুপিরিয়র ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল লাউরেনশিয়া মহাদেশ