লাউরেন্‌শিয়া
Laurentia

পৃথিবীর প্রাচীন শিলাভিত্তিক ভূসংগঠন এবং মহাদেশীয় ক্র্যাটন। এর অপর নাম উত্তর আমেরিকান ক্র্যাটন। একে বলা হয় উত্তর আমেরিকার কেন্দ্রীয় অংশ।  হেডিন কালের শেষের দিকে, প্রায় ৪০০ কোটি ৩০ লক্ষ বৎসর আগে পৃথিবীর উপরিতলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ড জন্ম নিয়েছিল,  তারই সূত্রে এই ক্র্যাটনের উদ্ভব হয়েছিল।

আর্কিয়ান কালের শুরু দিকে অর্থাৎ ইয়ো-আর্কিয়ান যুগের ৩৯৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আগ্নেয় শিলা থেকে আদিম রূপান্তরিত শিলা তৈরির প্রক্রিয়া সচল ছিল। এই অবস্থায় রূপান্তরিত শিলাসমূহ জমাট বেঁধে ভূত্বকের উপরিভাগে বড় বড় পাতের সৃষ্টি করেছিল। অগ্ন্যুৎপাতের ফলে প্রবাহিত লাভা এবং ভষ্ম জমাট বেঁধে বেঁধে এই পাতের  উপর পুরু স্তরের সৃষ্টি হয়েছিল। এরই ভিতর দিয়ে সৃষ্টি হয়েছিল উত্তর ক্র্যাটন। এই ক্র্যাটনের একটি অংশ  ৩৯৬-৩৯৫ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফুলে ফেঁপে বিশাল পর্বতমালার সৃষ্টি করেছিল। ধারণা করা হয়, এর উচ্চতা বর্তমান পৃথিবীর যে কোনো পর্বতশৃঙ্গের চেয়ে উঁচু ছিল। কালক্রমে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, বরফযুগের প্রভাবে এ সকল উচ্চতর শৃঙ্গ ভেঙে পড়েছিল। এছাড়া ক্র্যাটনের চলমান দশায় অনেক পাহাড় ভূগর্ভে প্রোথিত হয়ে উচ্চতা হারিয়েছিল।

৩৯৫-৩৯৩ খ্রিষ্ট-পূর্বাব্দের সময়ের ভিতরে ভূত্বকের ক্রমবিবর্তনর ধারায় কানাডিয়ান ঢাল-ভূখণ্ডের সৃষটি হয়েছিল। এরপর এই ঢাল-ভূখণ্ড কিছুটা সুস্থির এবং সুদৃঢ় দশায় পৌঁছেছিল এবং একই সাথে এর বিস্তার ঘটতে থাকে। এর বিস্তার ঘটেছিল কুইবেকের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পূর্ব প্রান্তের হাডসন উপসাগর পর্যন্ত। আবার দক্ষিণ দিকে অন্টারিও-এর উত্তরাঞ্চল থেকে হুরোন হ্রদের উত্তর তীরবর্তী অঞ্চল ই সুপিরিয়োর হ্রদ পর্যন্ত। আবার অন্টারিও-এর উত্তর-পশ্চিমাঞ্চল থেকে মানিটিবার দক্ষিণ-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তার ঘটেছিল। এছাড়া মিন্নেসোটার পশ্চিমাঞ্চল থেকে ডাকোটার উত্তর দক্ষিণ বরাবর এর বিস্তার ঘটেছিল।

 এক ৩৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উত্তর-পশ্চিমাঞ্চল ভূখণ্ডের ভিত্তি তৈরির সূত্রপাত ঘটেছিল।

২৯০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে বাল্টিক ক্র্যাটন অবলম্বনে কেনোরল্যাণ্ডের গড়ে উঠা শুরু হয়। এই সময় ভাল্বারা মহা-মহাদেশ এবং উর মহাদেশ সুস্থির অবস্থাতেই ছিল। কিন্তু ২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উর এবং ভাল্বারা উভয়েরই ভাঙন শুরু হয়। এর ভিতরে
উর মহাদেশটির বৃহৎ অংশ কেনোরল্যান্ড মহা-মহাদেশের সাথে যুক্ত হয়ে যায়।

এসব ভূখণ্ড নিয়ে ২৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আর্কিটিকা তৈরি হয়েছিল। এর ভিতরে লাউরেনশিয়া ক্র্যাটন হিসেবে সুদৃঢ় অবস্থানে ছিল। ২৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটন কেনোরল্যান্ডের অন্তর্ভুক্ত হয়ে যায়। ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে  কেনোরল্যান্ড ভাঙন শুরু হয়। তখন লাউরেনশিয়া ক্র্যাটন নেনা ক্ষুদ্র মহা-মহাদেশের সাথে যুক্ত হয়ে যায়। উল্লেখ্য এই সময় নেনার সাথে যুক্ত ছিল বাল্টিক ও উত্তর এন্টার্ক্টিকা।

২০০-১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কানাডিয়ান হেয়র্ন এবং রেই ক্র্যাটন
স্ল্যাভওয়াইয়োমিং,  সুপিরিয়র ক্র্যাটনের কেন্দ্রে চলে এসেছিল। সব মিলিয়ে সৃষ্টি হয়েছিল
কানাডিয়ান ঢাল-ভূখণ্ড। পরে এ সকল ক্র্যাটনের সাথে অন্যান্য ক্র্যাটনের সম্মেলনে সৃষ্টি হয়েছিল লাউরেনশিয়া মহাদেশ

১৮০ কোটি খ্রিষ্টখ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটন কলাম্বিয়া মহা-মহাদেশের অংশ সাথে থেকে যায়।
১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটন মহাদেশীয় অবয়ব ধারণ করে। এই কারণে ভূবিজ্ঞানে লাউরেনশিয়াকে অনেক সময় মহাদেশ বলা হয়।
১৩৫-১৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লাউরেনশিয়া স্বতন্ত্র মহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
১৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের পরে লাউরেনশিয়া প্রাক-রোডিনা ক্ষদ্রমহামহাদেশের সাথে যুক্ত হয়ে যায়।
১১৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
কালাহারি ক্র্যাটন
লাউরেনশিয়ার পূর্বাঞ্চলের সাথে যুক্ত হয়ে যায়।
১১০-১০৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই মহাদেশ রোডিনা মহা-মহাদেশের অংশে পরিণত হয়।
৭৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া গঠিত হয় প্রোটোলাউরেশিয়ার অংশ হয়ে যায়।
৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া প্যান্নোশিয়া মহা-মহাদেশের অংশ হয়ে যায়।
৫৪.২-৪৮.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্যান্নোশিয়া মহা-মহাদেশ বিভাজিত হয়ে লাউরেনশিয়া পুনরায় পৃথক মহাদেশে পরিণত হয়।
৪৮.৫-৪৪.৩৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লাউরেনশিয়া সঙ্কুচিত হয়ে যায়, পাশাপাশি বাল্টিকা নামক ভূখণ্ড বিশাল আকার ধারণ করে।

৪১.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে লাউরেনশিয়া, বাল্টিকা এবং এ্যাভালোনিয়া সংঘর্ষ হয় এবং এর মাধ্যমে সৃষ্টি হয়েছিল ইউরোমেরিকা মহামহাদেশ। এই সংঘর্ষের ফলে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েল্‌স্, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহে (সুইডেন, ডেনমার্ক, নরওয়ে) ক্যালিডোনীয় গিরিজনি সৃষ্টি হয়েছিল।

২৯.৯-২৫.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সৃষ্ট প্রায় সকল ভূখণ্ডগুলো পরস্পরের সাথে সংঘর্ষে মেতে উঠে। শেষ পর্যন্ত তৈরি হয় বিশাল আকারের প্যাঙ্গিয়া নামক মহা-মহাদেশ।

২০.১৩-১৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতর প্যাঙ্গিয়া নামক মহা-মহাদেশ বিভাজিত হয়ে তৈরি হয় লাউরেশিয়া এবং গোণ্ড্‌ওয়ানা মহা-মহাদেশ। উল্লেখ্য, এই সময় লাউরেনশিয়া ছিল লাউরেশিয়া মহামহাদেশের অংশ যুক্ত ছিল।

১৪.৫৫-৬.৫ কোটি পূর্বাব্দের ভিতরে পুনরায় পৃথকভাবে লাউরেনশিয়া মহাদেশ তৈরি হয়। এই মহাদেশটি উত্তর আমেরিকা।  বর্তমান উত্তর আমেরিকা মহাদেশ হলো এই নবতর লাউরেনশিয়া উত্তরসূরী।