কালাহারি ক্র্যাটন
Kalahari Craton

আফ্রিকা মহাদেশের ভিত্তিভূমি হিসেবে স্বীকৃত প্রধান পাঁচটি ক্র্যাটনের একটি। উল্লেখ্য, অপর চারটি ক্র্যাটন হলো- কঙ্গো ক্র্যাটন , পশ্চিম আফ্রিকান ক্র্যাটন, সাহারা মেটাক্র্যাটনতাঞ্জানিয়া ক্র্যাটন

বর্তমান আফ্রিকা মহাদেশের
দক্ষিণ আফ্রিকা, বোৎসোয়ানা, নামিবিয়া এবং  জিম্বাবুয়ে-এর প্রধান অংশ এই ক্র্যাটনের উপর দাঁড়িয়ে আছে। এই ক্র্যাটনের আদি ভিত্তিভূমি তৈরি হয়েছিল ৪০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। তবে  ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটন সুস্থির দশায় পৌঁছেছিল।

ালাহারি ক্র্যাটনের অংশভাগী হিসেবে দুটি ক্র্যাটনকে বিশেষভাবে উল্লেখ করা হয়। এই ক্র্যাটন দুটি হলো-

কালাহারি ক্র্যাটনের ক্রমবিবর্তনের ধারা
৩৭০-৩৪৬ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
উচ্চমানের রূপান্তরিত শিলা দিয়ে ২৫০ কিলোমিটার প্রশস্ত লিম্পোপো বলয় তৈরি হয়েছিল। মূলত এই বলয় জিম্বাবুয়ে ক্র্যাটন কাপ্‌ভাল ক্র্যাটনের সাথে সুদৃঢ়ভাবে উভয়কে যুক্ত করেছিল।

৩৬০ থেকে ৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কাপ্‌ভাল ক্র্যাটনের বার্বের্টোন গ্রিনস্টোন বলয়ে উদ্ভব হয়েছিল মাখাঞ্জোয়া পর্বতমালা। আর ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কাপ্‌ভাল ক্র্যাটনের সাথে পিল্‌বারা ক্র্যাটনের সাথে যুক্ত হয়েপৃথিবীর প্রথম মহা-মহাদেশ ভাল্বারা তৈরি করেছিল।

৩০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ভাল্বারা ভেঙে যেতে থাকে।
২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ভাঙন চূড়ান্ত রূপ লাভ করে।
এর ভিতরে উর মহাদেশটির বৃহৎ অংশ কেনোরল্যান্ড মহা-মহাদেশের সাথে যুক্ত হয়ে যায়।

২৭৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে  পিলবারা ক্র্যাটনের দক্ষিণাঞ্চলে হ্যামারস্লে বেসিন (Hamersley Basin) আত্মপ্রকাশ করে। আর কাপ্‌ভাল ক্র্যাটনের উত্তর প্রান্তে ২৭৫, কোটি খ্রিষ্টপূর্বাব্দে তৈরি হয় রেনোস্কটের্কোপ্পিস গ্রিনস্টোন বেল্ট তৈরি হয়।

১৭৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
কাপ্‌ভাল ক্র্যাটন, জিম্বাবুয়ে ক্র্যাটন এবং লিম্পোপো বলয়-এর সমন্বয়ে প্রাক্-কালাহারি নামক বৃহৎ ক্র্যাটন তৈরি হয়েছিল। ১৪০-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আন্ত মহাদেশীয় সংঘর্ষের ফলে কালাহারি ক্র্যাটন বৃহত্তর রূপ লাভ করেছিল এবং একই সাথে সুস্থির দশায় পৌঁছায়।

১৫০ কোটি বৎসর আগে কলাম্বিয়া মহা-মহাদেশ বিভাজিত হওয়া শুরু হয়। এরপর মেসোপ্রোটারোজোয়িক অধিযুগ (Mesoproterozoic) -এর শেষের দিকে ১১ কোটি বৎসর আগে নতুন রোডিনা মহা-মহাদেশের সৃষ্টি হয়। এই সময় সর্ব উত্তরে ছিল ভারত এবং অস্ট্রেলিয় পাত। ভারতের গা  ঘেঁষে ছিল মাদাগাস্কার। এর নিচে ছিল পূর্ব এন্টার্ক্টিকা।

তবে চারটি ভূখণ্ড মিলে প্রাক্-গোণ্ড্‌ওয়ানা  তৈরি হয়েছিল। এর পশ্চিম দিকে গা ঘেঁষে বিষুবরেখা বরাবর ছিল কালাহারি ক্র্যাটন ও  লাউরেনশিয়া মহাদেশ

১১৫ খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া সাথে কালাহারি ক্র্যাটন যুক্ত হয়ে গিয়েছিল। ১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই মহাদেশ রোডিনা মহা-মহাদেশের অংশে পরিণত হয়। এই সূত্রে কালাহারি ক্র্যাটন  রোডিনা মহা-মহাদেশের অংশ হয়ে গিয়েছিল।


সূত্র: