সাহারান মেটাক্র্যাটন
Saharan Metacraton

৫০,০০,০০০ বর্গকিলোমিটার আয়তনের ক্র্যাটনটি আফ্রিকা মহাদেশের একটি বিশাল অংশের ভিত্তি। ৩০০-২০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্র্যাটনের উদ্ভব হয়েছিল। এর প্রাচীনতম পাথর পাওয়া গেছে লিবিয়া ও চাদের পূর্বাঞ্চলে। এই পাথরের সৃষ্টি হয়েছিল প্রায় ২৯০-২৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। মিশরে প্রাপ্ত এরূপ একটি পাথরে বয়স নিরূপণ করা হয়েছে ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

এর পশ্চিমে টুয়ারেগ ঢালভূখণ্ড, দক্ষিণে কঙ্গো ক্র্যাটন, পূর্বে আরব-নুবিয়ান ঢালভূখণ্ড। উত্তরাঞ্চল রয়েছে আফ্রিকার প্রান্তীয় অংশ। ক্র্যাটন বিশেষ। বর্তমান আফ্রিকান পাত গড়ে উঠেছে পাঁচটি ক্র্যাটনের উপর।

বর্তমানে এই ক্র্যাটনের উপরে রয়েছে মিশরের দক্ষিণাঞ্চল, সুদানের পশ্চিমাঞ্চল, কেনিয়ার উত্তরাঞ্চল, উগান্ডা, কঙ্গো, মধ্য আফ্রিকান রিপাব্লিক, ক্যামেরুন, চাদ ও নাইজেরিয়ার পূর্বাঞ্চল।


সূত্র: