কেনোরল্যান্ড মহা-মহাদেশ
Kenorland supercontinent
প্রাচীন পৃথিবীর একটি মহা-মহাদেশ বিশেষ।

আর্কিয়ান কাল-এর প্রথম দিকে অর্থাৎ ৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে সৃষ্ট হয়েছিল ভাল্বারা মহা-মহাদেশ ২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই মহা-মহাদেশটি বি য়ে গিয়েছিল। আর এই বিভাজনের সূত্রে ০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে (আর্কিয়ান কাল-এর নিয়ো-আর্কিয়ান যুগে), নতুন মহা-মহাদেশ কেনোরল্যান্ড -এর সৃষ্টি হয়েছিল।

উল্লেখ্য, ২৯০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে বাল্টিক ক্র্যাটন অবলম্বনে গড়ে ওঠা বাল্টিকা ঢালভূখণ্ডকে কেন্দ্র করে কেনোরল্যাণ্ড মহামহাদেশে সূচনা হয়েছিল। এই সময় ভাল্বারা মহা-মহাদেশ এবং উর মহাদেশ সুস্থির অবস্থাতেই ছিল। কিন্তু ২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উর এবং ভাল্বারা উভয়েরই ভাঙন শুরু হয়। এর ভিতরে উর মহাদেশটির বৃহৎ অংশ কেনোরল্যান্ড মহা-মহাদেশের সাথে যুক্ত হয়ে যায়।

ইতিমধ্যে
ভাল্বারা মহা-মহাদেশের কাপ্‌ভাল ক্র্যাটন এবং অষ্ট্রেলিয়ার পিল্‌বারা ক্র্যাটন কেনোরল্যান্ডের সাথে যুক্ত হয়ে যায়। ২৭৭ কোটি পূর্বাব্দে কাপ্‌ভাল ক্র্যাটনের দক্ষিণাঞ্চলে হ্যামারস্লে বেসিন (Hamersley Basin) আত্মপ্রকাশ করে। আর কাপ্‌ভাল ক্র্যাটনের উত্তর প্রান্তে ২৭৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে রেনোস্কটের্কোপ্পিস গ্রিনস্টোন বেল্ট তৈরি হয়। ২৭৩ কোটি ৬০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে কানাডার টেমাগামি গ্রিনস্টিন বেল্ট তৈরি হয়। ২৭০ কোটি ৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে তৈরি হয় ব্ল্যাকল রিভার মেগাক্যাল্ডেরা কম্প্লেক্স । এই অঞ্চল বর্তমানে কানাডার ওন্টারিও এবং কুইবেক অংশ উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে কেনোরল্যাণ্ড একটি বিশাল আকার লাভ করে। এরপর ২৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া ক্র্যাটন কেনোরল্যান্ডের অন্তর্ভুক্ত হয়ে যায়।

এই সময় প্রবল বৃষ্টিপাত হয়েছিল দীর্ঘসময় ধরে।  ফলে ভূভগের উপর প্রবল পানির চাপসহ প্রবল স্রোতের কারণে মহা-মহাদেশটির বিভাজনকে সহজ করে দিয়েছিল। বৃষ্টিপাতের ফলে বাতাসের
কার্বন-ডাই-অক্সাইড দ্রবীভূত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলকে শীতলীকরণে পথে ঠেলে দিয়েছিল। এই সূত্রে পৃথিবীতে নেমে এসেছিল, প্রথম বরফ যুগ (ice age, এই যুগ ভূতাত্ত্বিক সময়-মানের একক নয়) সুচনা ঘটেছিল। একে বলা হয় হুরোনিয়ান বরফযুগ বলা হয়।

প্রোটেরোজোই কালের পালেপ্রোটারোজোয়িক যুগে  (Paleoproterozoic era) ২৪০-২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বরফযুগটি স্থায়ী ছিল। এই বরফযুগও এই মহাদেশকে বিভাজিত করার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছিল।

পালেপ্রোটারোজোয়িক যুগের ওরোসিরিয়ান অধিযুগে (২০০ কোটি ৫ লক্ষ বৎসর থেকে ১৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) এই মহা-মহাদেশে একটি গ্রহাণু আঘাত হানে। এর ফলে পৃথিবীর গায়ে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছিল। বর্তমান দক্ষিণ আফ্রিকায় এর চিহ্ন পাওয়া যায়। এই ক্ষতটির নাম ভ্রেডেফোর্ট (Vredefort) খাত।

গ্রহাণুর আঘাতের ফলে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এর ফলে বায়ুমণ্ডল অস্বাভাবিক রকমের উত্তপ্ত হয়ে উঠেছিল। ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে হুরোনিয়ান বরফ যুগ -এর শীতলতা যাও ছিল, এই গ্রহাণুর আঘতজনীত কারণে তা মিলিয়ে গিয়েছিল। একই সাথে সেকালের কেনোরল্যান্ড মহা-মহাদেশ -এর পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছিল।

২১০-১৮৪ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আর্কিটিকা ক্র্যাটন ক্ষুদ্র মহামহাদেশ নেনার সাথে যুক্ত ছিল। এই মহাদেশের সাথে যুক্ত ছিল বাল্টিকা এবং আমেরিকা মহাদেশের পূর্বাঞ্চল।

১৮৪ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লাউরেনশিয়া নতুন মহামহাদেশ কলাম্বিয়ার সাথে যুক্ত হয়ে গিয়েছিল।
১৮০
খ্রিষ্টপূর্বাব্দের
কলাম্বিয়া মহা-মহাদেশ(Columbia supercontinent) -এর সূচনা হয়েছিল।


এই সময় প্রবল বৃষ্টিপাত হয়েছিল দীর্ঘসময় ধরে।  ফলে ভূভগের উপর প্রবল পানির চাপসহ প্রবল স্রোতের কারণে মহা-মহাদেশটির বিভাজনকে সহজ করে দিয়েছিল। বৃষ্টিপাতের ফলে বাতাসের