লাউরেনশিয়া ক্র্যাটন
Laurentia Craton
একটি
ক্র্যাটন বিশেষ।
অনেক সময় একে উত্তর আমেরিকান ক্র্যাটন বলা হয়। কারণ, একালের উত্তর আমেরিকা মহাদেশ
এই ক্র্যাটনের উপরই দাঁড়িয়ে আছে। এক সময় এই ক্র্যাটনের উপর ভিত্তি করে সৃষ্টি
হয়েছিল প্রাচীন লাউরেনশিয়া মহাদেশ।
প্রকৃতপক্ষে এই ক্র্যাটনের সাথে যুক্ত ছিল গ্রিনল্যান্ডের অংশ বিশেষ এবং
স্কটল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চল।
২৭০ কোটি পূর্বাব্দে কেনোরল্যাণ্ড একটি বিশাল আকার লাভ করে।
২৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে লাউরেনশিয়া ক্র্যাটন
কেনোরল্যান্ডের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল।
১৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে লাউরেনশিয়া এবং বাল্টিকা যুক্ত হয়। পরে এর সাথে
মিলিত হয়েছিল
সাইবেরিয়ান ক্র্যাটন। ১১০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে আগে
নেনা, উর এবং সাইবেরিয়া ক্র্যাটন যুক্ত হয়ে
রোডিনা মহা-মহাদেশের
সৃষ্টি হয়েছিল।