রোডিনা মহা-মহাদেশ
ইংরেজি:
Rodinia supercontinent

১৫০ কোটি বৎসর আগে কলাম্বিয়া মহা-মহাদেশ বিভাজিত হওয়া শুরু হয়। এরপর মেসোপ্রোটারোজোয়িক অধিযুগ (Mesoproterozoic) -এর শেষের দিকে ১১ কোটি বৎসর আগে নতুন রোডিনা মহা-মহাদেশের সৃষ্টি হয়। এই সময় সর্ব উত্তরে ছিল ভারত এবং অস্ট্রেলিয় পাত। ভারতের গা  ঘেঁষে ছিল মাদাগাস্কার। এর নিচে ছিল পূর্ব এন্টার্ক্টিকা।

তবে চারটি ভূখণ্ড মিলে প্রাক্-গোণ্ড্‌ওয়ানা তৈরি হয়েছিল। এর পশ্চিম দিকে গা ঘেঁষে বিষুবরেখা বরাবর ছিল
কালাহারি ক্র্যাটন, লাউরেনশিয়া (কানাডিয়ান ঢাল-ভূখণ্ড)। বিষুব রেখার উত্তরে ছিল সাইবেরিয়া অঞ্চল। আর দক্ষিণে ছিল কঙ্গো, আমাজোনিয়া, পশ্চিম আফ্রিকা এবং বাল্টিকা।

১০০ কোটি বৎসরের দিকে এই মহামহাদেশের ভাঙন শুরু হলেও, এই যুগের ৭৫ কোটি বৎসর পূর্ব-কাল অবধি এই মহা-মহাদেশটি মোটামুটিভাবে টিকে ছিল। এই সময়ে এই মহা-মহাদেশকে ঘিরে যে মহা-মহাসাগর সৃষ্টি হয়েছিল। ভূবিজ্ঞানীরা তার নাম দিয়েছেন মিরোভা
(mirova)

এই মহাদেশের শেষের দিকে অর্থাৎ ৮৫ কোটি বৎসর পূর্বে শুরু হয়েছিল ক্রোয়োজেনিয়ান বরফযুগ। এই বরফযুগে পৃথিবী একটি বরফের  গোলকে পরিণত হয়েছিল।
উল্লেখ্য এই বরফযুগটি স্থায়ী ছিল ৬৩ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্ব-কাল পর্যন্ত। অর্থাৎ নেওপ্রোটারোজোয়িক  (Neoproterozoic) যুগের টোনিয়ান অধিযুগে শুরু হয়ে এডিয়াকেরান অধিযুগ অবধি  বিদ্যমান ছিল।

৮২.৫ থেকে ৫৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে রোডিনা মহামহাদেশ কয়েকটি বড় বড়  খণ্ডে বিভাজিত হয়ে যায়। এই বিভাজনটি ঘটেছিল ধারাবাহিক বিভাজন প্রক্রিয়ায়।


৭৫ কোটি বৎসর আগে যখন এই চূড়ান্তভাবে মহা-মহাদেশ বিচ্ছিন্ন হওয়া শুরু হয়,

৬৩ কোটি থেকে  কোটি পূর্বাব্দের দিকে রোডিনা মহা-মহাদেশের ভূখণ্ডগুলো  বিচ্ছিন্ন হয়ে পড়ে। ৬০ কোটি পূর্বাব্দের ভিতরে এই মহা-মহাদেশটি তিনটি প্রধানভাবে ভাগে বিভাজিত হয়েছিল। এই ভাগ তিনটি হলো প্রোটো লাউরেনসিয়া , প্রোটো-গণ্ডোওয়ানা এবং ক্ষুদ্রাকার কঙ্গো ক্রেটন। ৬০ কোটি পূর্বাব্দে কঙ্গো ক্রেটন এই দুটি মহা-মহাদেশের মধ্যস্থলে চলে আসে। সব মিলিয়ে তৈরি হয় একটি বৃহৎ মহা-মহাদেশ। একে বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্যান্নোশিয়া মহা-মহাদেশ (Pannotia)।