আমাজোনিয়া
ক্র্যাটন
Amazonian Craton।
একটি
ক্র্যাটন বিশেষ।
বর্তমান দক্ষিণ আমেরিকা মহাদেশে মধ্যভাগ এবং পূর্বাংশ এই ক্র্যাটনের উপর
অবস্থিত। এর পূর্বদিকে রয়েছে গায়না ক্র্যাটন ঢাল-ভূখণ্ড এবং দক্ষিণ দিকে
রয়েছে মধ্য ব্রাজিল ঢাল-ভূখণ্ড। আর মধ্যরেখা জুড়ে রয়েছে আমাজোন সন্ধিরেখা।
১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে রোডিনা মহা-মহাদেশের দক্ষিণাংশে এই ক্র্যাটন ছিল। তখন এর পশ্চিমপ্রান্তে ছিল বাল্টিকা।
৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই ক্র্যাটনটি গোণ্ডোয়ানা মহামহাদেশের অংশ হিসেবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সাথে যুক্ত হয়ে যায়। এই সময় এই ক্র্যাটনের দক্ষিণে ছিল রিও আপা ক্র্যাটন আর দক্ষিণ-পশ্চিম বরাবর ছিল সাঁও ফ্রান্সিসকো ক্র্যাটন। আর একালের আফ্রিকা মহাদেশ ছিল এই ক্র্যাটনের পশ্চিমে।