বরফ যুগ
ইংরেজি : Ice age
অন্যান্য বাংলা নাম : তুষার যুগ, হিম যুগ, বরফ আমল।

পৃথিবীর উপরিতলের তাপমাত্রা বরফ জমাট বাধার দশায় দীর্ঘদিন ধরে থাকার কারণে, পৃথিবীর উপরিতল বরফের আচ্ছাদনে ঢেকে গিয়েছিল। পৃথিবীর এই বরফযুক্ত সময়কে সাধারণভাবে বরফযুগ বলা হয়। ভূতাত্ত্বিক সময়মানের একক হিসাবে আমল
(
age) হিসাবে যা নির্দিশিত হয়, এই আমল (age) এই অর্থে ব্যবহৃত হয় না। [দেখুন : পৃথিবীর ক্রমবিবর্তনের কালপর্যায়]

অতীত পৃথিবীর উপাদানগুলো পরীক্ষা করে বিজ্ঞানীরা ধারণা করেন যে, অতীতে অনেকগুলো বরফ যুগ এসেছে। তবে এর ভিতরে ৫টি বরফ যুগকে প্রধান বরফযুগ হিসাবে বিবেচনা করা হয়। এগুলো হলো

১. হুরোনিয়ান বরফযুগ [২৫০ কোটি থেকে ২১০ কোটি বৎসরের ভিতরে সংঘটিত বরফ যুগ।]
২. 
ক্রায়োজেনিয়ান বরফযুগ [৮৫ কোটি থেকে ৬৩ কোটি ৫০ লক্ষ বৎসরের ভিতরে সংঘটিত বরফ যুগ]
৩. এ্যান্ডিয়ান-সাহারান বরফযুগ [
৬ কোটি থেকে ৪৩ কোটি বৎসরের ভিতরে সংঘটিত বরফ যুগ]
৪. কারু বরফযুগ  [৩৬ কোটি বৎসর থেকে ২৬ কোটি
বৎসরের ভিতরে সংঘটিত বরফ যুগ]
৫.
কোয়াটার্নারি বরফ যুগ [৫ লক্ষ ৮০ হাজার বৎসর আগে এই বরফযুগের সূচনা হয়েছিল। আর শেষ হয়েছিল ১ লক্ষ ১০ লক্ষ বৎসর আগে]

এরপর প্রায় ১ ডজন হিমবাহ যুগ এসেছিল।


সূত্র :
http://en.wikipedia.org