কারু বরফযুগ (Karoo Ice Age)

প্যাঙ্গিয়া মহা-মহাদেশ

পৃথিবীর চতুর্থ বরফযুগ। এই বরফযুগের সূচনা ঘটেছিল ৩৬ কোটি বৎসর আগে এবং শেষ হয়েছিল ২৬ কোটি বৎসর পূর্বে। দক্ষিণ আফ্রিকার কারু (Karoo) অঞ্চলে এই বরফযুগের সুষ্পষ্ট নমুনা পাওয়া গিয়েছিল। এই কারণে এই বরফযুগকে কারু বরফযুগ বলা হয়। ভূতাত্ত্বিক কালবিভাজনের বিচারে প্যালোজোয়িক (Paleozoic)-  যুগের শেষে বা মেসোজোয়িক (Mesozoic)-যুগের প্রারম্ভে এই বরফযুগটি শেষ হয়ে গিয়েছিল।

৩৮ কোটি বৎসর আগে ওল্ডেরিয়  মহা-মহাদেশ বিভাজিত হয়ে যায় এবং নতুনভাবে সজ্জিত হতে থাকে। সেই বরফ-শীতল পৃথিবীতে ৩০ কোটি বৎসর আগে জন্ম নিয়েছিল ইউরোমেরিকা নামক একটি মহাদেশ। একই সময় একটি বড় মহা-মহাদেশ তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন প্যাঙ্গিয়া। এই মহা-মহদেশটির স্থায়ীত্বের পুরো সময়টুকুই কারু বরফযুগের অধীনে ছিল। এই বরফযুগের শেষে, প্রায় ২০ কোটি বৎসর আগে মহা-মহাদেশটি ভেঙ্গে নতুন রূপ লাভ করেছিল। এর উত্তরাংশকে লাওরেশিয়া এবং দক্ষিণাংশকে বলা হয় গোণ্ডোয়ানা

এই বরফযুগের ভিতরে দুটি আন্ত-বরফযুগের সংঘটিত হয়েছিল এমন নমুনা পাওয়া গেছে। এই দুটি আন্ত-বরফযুগ হলো

১. মিসিসিপ্পিয়ান আন্ত-বরফযুগ (Mississippian era): ৩৫ কোটি ৯০ লক্ষ বৎসর আগে এর শুরু হয়েছিল আর শেষ হয়েছিল থেকে ৩১ কোটি ৮০ লক্ষ বৎসর আগে। এই সময় আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বরফের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছিল।

২. পেনসিলভেনিয়ান আন্ত-বরফ যুগ (Pennsylvanian era):
৩১ কোটি ৮০ লক্ষ বৎসর আগে এই আন্ত-বরফযুগ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল ২৯ কোটি ৯০ লক্ষ বৎসর আগে। এই সময় অষ্ট্রেলিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত বরফে ঢাকা পড়ে গিয়েছিল। তবে এ্যান্টর্কটিকা পর্যন্ত এই বরফস্তর সম্প্রসারিত হয়েছিল কিনা তার নমুনা পাওয়া যায় না।


সূত্র :
http://en.wikipedia.org