মেসোজোয়িক যুগ
Mesozoic era
২৫.১৯০২-৬৬ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
২৫ কোটি ১৯ লক্ষ ২০০ খ্রিষ্টপূর্বাব্দে
ক্যাম্ব্রিয়ান মহাকালের প্রথম যুগ
প্যালোজোয়িক-এর পরিসমাপ্তি ঘটে। এর পর শুরু হয়
মেসোজোয়িক
যুগ।
গ্রিক
উপসর্গ meso-/μεσο
(মধ্যবর্তী) +
গ্রিক
zoon/ζωον
(প্রাণী বা জীবন্ত সত্তা) থেকে
Mesozoic
শব্দ গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায়- মধ্যবর্তী জীবসত্তা।
প্রাণিকূলের বিকাশের সূত্রে এই
যুগের নামকরণ করা হলেও সরীসৃপ জাতীয় প্রাণির ব্যাপক বিকাশের কারণে একে সরীসৃপ যুগও
বলা হয়ে থাকে। এই যুগেই বসবাস করতো বহুল
আলোচিত ডাইনোসার। তবে এই যুগের শেষার্ধে অধিকাংশ ডাইনোসারের বিলুপ্তি ঘটে। এই যুগের মধ্যকালে কিছু
আদিম পাখি, মৌমাছি, মথ, মাছির উদ্ভব ঘটে এবং শেষার্ধে ক্যাঙ্গারু ও আদি স্তন্যপায়ী প্রাণির উদ্ভব ঘটে।
উদ্ভিদ জগতেও একটি বিশাল পরিবর্তন ঘটেছিল। এই যুগের শুরুতে ফার্ন তালজাতীয় গাছ, সপুষ্পক কিছু উদ্ভিদের অস্তিত্ব ছিল। পরে নলখাগড়া, তালজাতীয় বৃক্ষসমূহের ব্যাপক বিকাশ ঘটে। এই যুগের মধ্যকালে নগ্নবীজ উদ্ভিদ, সাইক্যাড জাতীয় বৃক্ষ জন্মে এবং শেষার্ধে পুষ্পবৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ সমূহের
আবির্ভাব ঘটে।
১.
ট্রায়াসিক অধিযুগ:
২৫.১৯০২-২০.১৩
কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
২.
জুরাসিক অধিযুগ:
২০.১৩-১৪.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৩.
ক্রেটাসিয়াস অধিযুগ: ১৪.৫-৬.৬
কোটি খ্রিষ্টপূর্বাব্দ