ট্রায়াসিক (অধিযুগ)
Triassic Period
২৫.১৯০২-২০.১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

এই অধিযুগটি হলো মেসোজোয়িক যুগের  প্রথম অধিযুগ। এই অধিযুগের স্থায়িত্ব কাল হলো
২৫ কোটি ১৯ লক্ষ ২০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ২০ কোটি ১৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত।

 

জার্মানী এবং উত্তর-পূর্ব ইউরোপের তিনটি ভূস্তরের নমুনা দেখে ১৮৩৪ খ্রিষ্টাব্দে  Friedrich Von Alberti এই অধিযুগের নামকরণ করেন। এর প্রথম স্তরটি লোহিত অধঃক্ষেপসমূহ (red beds), দ্বিতীয় স্তর খড়িমাটি (chalk), তৃতীয় স্তরটি হলো খনিজ উপকরণ সমৃদ্ধ শিলা (shale)। এই তিনটি স্তর প্রাপ্তির সূত্রে এই নামকরণ করা হয় ট্রায়াস (Trias)।
 

বিজ্ঞানীরা প্রথম দিকে ট্রায়াসিক অধিযুগকে আদি, মধ্য ও অন্তিম হিসেবে তিনটি অন্তঃযুগে ভাগ করেছেন। পরে এই তিনটি অন্তঃযুগের নামকরণ করা হয়েছে সাইথিয়ান, টিআর২, টিআর নামে। এই তিনটি অন্তঃযুগকে ৭টি আমলে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-

পূর্ববর্তী প্যালোজোয়িক যুগ -এর ৩০ কোটি খ্রিষ্টপূর্ব্দের দিকে  প্যাঙ্গিয়া মহা-মহাদেশ গঠিত হয়েছিল প্রায়।  শুরুর দিকে এই মহা-মহাদেশটি একটি অখণ্ড ভূমির সৃষ্টি করেছিল। এই সময় পৃথিবীতে চলছিল কারু বরফযুগ। ২৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই বরফযুগের অবসান হয়। ট্রায়াসিক অধিযুগের মধ্যভাগ পর্যন্ত এই মহা-মহাদেশ অখণ্ড দশাতেই ছিল। প্রায় ২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই মহা-মহাদেশটি ভেঙ্গে যায়।

আগের
 পার্মিয়ান অধিযুগ-এ ব্যাপকভাবে সমুদ্রের পানি জীবজগতের জন্য দুষিত হয়ে পড়েছিল। এই কারণে এই অধিযুগে প্রায় ৯৫ ভাগ জলজপ্রাণী বিলুপ্ত হয়ে যায়। পরে এই যুগের নতুন সামুদ্রিক পরিবেশে নতুন নতুন প্রজাতি বিকশিত হয়েছিল।

 

এই অধিযুগের উল্লেখযোগ্য ঘটনাবলী

এরপর শুরু হয়েছে জুরাসিক অধিযুগ (২০.১৩-১৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)


সূত্র :