Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Eoichthyosauria
Order: Ichthyosauria
Blainville, 1835

ইক্‌থায়োসর
ইংরেজি : Ichthyosaur

গ্রিক
 ιχθυς (ichthus) শব্দের অর্থ মাছ এবং σαυρος (sauros) শব্দের অর্থ টিকটিকি। উভয় মিলে Ichthyosaur-এর অর্থ হলো সামুদ্রিক টিকটিকি। মূলত এরা ছিল ডলফিন মতো দেখতে। এর বর্গ হিসাবে Ichthyosauria। ১৮৩৫ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন  Blainville
জীবাশ্ম থেকে ধারণা করা হয়, মেসোজোয়িক যুগে এই বর্গের প্রাণী সমুদ্রে বিকশিত হয়েছিল। এদের
বিকাশ ঘটেছিল ২৪ কোটি ৫০ লক্ষ বৎসর আগে এবং ৯ কোটি আগে এই বর্গের প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যায়।

এদের গড় দৈর্ঘ্য ছিল ২-৪ মিটার (৭-১৩ ফুট)। এদের মাথা ছিল ডলফিনের মতো, সূচালো নাকের মতো লম্বা অংশে দন্তযুক্ত মুখ ছিল। এরা আধুনিক টুনা মাছের মতো তীব্রগতিতে ছুটতে পারতো। বিজ্ঞানীরা মনে করেন, এরা ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটতে পারতো। এরা তিমির মতো সমুদ্রে গভীরে প্রবেশ করতে পারতো, এবং আবার বাতাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে উঠে আসতে হতো। এদের ওজন ছিল ১৬৩-১৬৮ কেজি।

ধারণা করা হয়, এই সামুদ্রিক প্রাণীটি থেকে ডলফিন এবং কিছু সরীসৃপ জাতীয় প্রাণীর উদ্ভব ঘটেছিল।


সূত্র : http://en.wikipedia.org/wiki/Ichthyosaur