Kingdom:
Animalia |
ইক্থিয়োসোরিয়া
Ichthyosauria
প্রাণিজগতের একটি বর্গ বিশেষ।
গ্রিক ιχθυς (ichthus)
শব্দের অর্থ মাছ এবং
σαυρος (sauros)
শব্দের অর্থ টিকটিকি। উভয় মিলে
Ichthyosaur-এর
অর্থ হলো সামুদ্রিক টিকটিকি। মূলত এরা ছিল ডলফিন মতো
দেখতে। এই জাতীয় প্রাণীর নামকরণ বর্গ হিসাবে নামকরণ করা
হয়েছ
Ichthyosauria।
১৮৩৫ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন Blainville।
জীবাশ্ম থেকে ধারণা করা হয়,
মেসোজোয়িক যুগে এই বর্গের প্রাণী সমুদ্রে বিকশিত হয়েছিল। এদের
বিকাশ ঘটেছিল
২৪ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে এবং ৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের
সকল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়।
এই বর্গের যে জীবাশ্মটি পাওয়া গেছে, বিজ্ঞানীরা তার নামকরণ করেছেন ইক্থিয়োসোর (Ichthyosaur)। এর অর্থ হলো মৎস্য টিকটিকি। এদের গড় দৈর্ঘ্য ছিল ২-৪ মিটার (৭-১৩ ফুট)। এদের মাথা ছিল ডলফিনের মতো, সূচালো নাকের মতো লম্বা অংশে দন্তযুক্ত মুখ ছিল। এরা আধুনিক টুনা মাছের মতো তীব্রগতিতে ছুটতে পারতো। বিজ্ঞানীরা মনে করেন, এরা ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ছুটতে পারতো। এরা তিমির মতো সমুদ্রে গভীরে প্রবেশ করতে পারতো, এবং আবার বাতাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে উঠে আসতে হতো। এদের ওজন ছিল ১৬৩-১৬৮ কেজি।
ধারণা করা হয়, এই সামুদ্রিক প্রাণীটি থেকে ডলফিন এবং কিছু সরীসৃপ জাতীয় প্রাণীর উদ্ভব ঘটেছিল।
সূত্র :