Kingdom:
Animalia |
ইক্থিয়োপ্টেরিজিয়া
Ichthyopterygia
প্রাণিজগতের একটি অধিবর্গ (Superorder)
বিশেষ।
১৮৪০ খ্রিষ্টাব্দে এই অধিবর্গের নামকরণ করেছিলেন Sir Richard Owen।
জীবাশ্ম থেকে ধারণা করা হয়,
মেসোজোয়িক যুগে এই বর্গের প্রাণী সমুদ্রে বিকশিত হয়েছিল। এদের
বিকাশ ঘটেছিল
ট্রায়াসিক অধিযুগের
২৫ কোটি ৫০ লক্ষ থেকে ২৫ কোটি ১৩ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে। পরবর্তী ৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
অধিবর্গের
সকল প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এই অধিবর্গ থেকে
২৫ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্ব্দের দিকে বিকশিত হয়েছিল
ইক্থিয়োসোরিয়া বর্গের প্রাণীকূল।
এই অধিবর্গের প্রাণীকূল ছিল আকারে বেশ ছোটো।
এদের দৈর্ঘ্য ছিল ১ মিটারের কাছাকাছি। কিন্তু দেহকাণ্ড ছিল বেশ সরু। ফলে সাগর জলে
এরা অনেকটা ইল জাতীয় প্রাণীর মতো এঁকে বেঁকে চলাচল করতো। এরা সেকালের
প্যাঙ্গিয়া
মহা-মহাদেশের দক্ষিণ উপকূল বরাবর এদের বিচরণক্ষেত্র ছিল।
এই অধিবর্গ থেকে উদ্ভব হয়েছিল একাধিক গোত্রের প্রজাতিসমূহ। এই গোত্রগুলো হলো-
ওম্ফালোসোরিডি (Omphalosauridae)
পার্ভিনাটাটোরিডি (Parvinatatoridae)
থাইসোরিডি (Thaisauridae)
উটাস্টুসোরিডি (Utatsusauridae)
এই অধিবর্গ থেকে উদ্ভব হয়েছিল দুটি বর্গের প্রাণীকূল। এগুলো হলো-
গ্রিপ্পিডিয়া (Grippidia)
ইক্থিয়োসোরিয়া (Ichthyosauria)
সূত্র :