প্যাঙ্গিয়া মহা-মহাদেশ

প্যাঙ্গিয়া মহা-মহাদেশ
Pangaea, Pangæa Pangea

এই মহা-মহাদেশ গঠিত হয়েছিল প্রায় ৩০ কোটি বৎসর আগে। শুরুর দিকে এই মহা-মহাদেশটি একটি অখণ্ড ভূমির সৃষ্টি করেছিল। পরবর্তী ১০ কোটি বৎসর ধরে এই মহা-মহাদেশ পৃথক হতে থাকে।

এই সময় পৃথিবীতে চলছিল
কারু বরফযুগ। ২৬ কোটি বৎসর আগে এই বরফযুগের অবসান হয়। ফলে এই মহাদেশের শেষের দিকে পৃথিবী উষ্ণ হয়ে উঠেছিল। প্রায় ২০ কোটি বৎসর আগে মহা-মহাদেশটি ভেঙ্গে নতুন রূপ লাভ করা শুরু হয়। এই সময় প্যাঙ্গিয়ার উত্তরাংশে ছিল ইউরেশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকার উত্তরাংশ এবং দক্ষিণ আমেরিকা। অন্যদিকে দক্ষিণাংশে ছিল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া, এন্টার্ক্টিকা ভারত। প্রায় ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যাঙ্গিয়া বিভাজিত হয়ে দুটি মহামহাদেশের সৃষ্টি হয়। বিজ্ঞানীর এর উত্তরাংশের নামি দিয়েছেন লাওরেশিয়া এবং আর দক্ষিণাংশের নাম দিয়েছেন গোণ্ডোয়ানা। 

এই সময় উত্তর আমেরিকা এবং উত্তর-পশ্চিম আফ্রিকা বিভাজিত হয়ে দূরে সরে যাওয়ার ফলে তৈরি হয় আটলান্টিক মহাসাগর। তবে এই সময় গ্রিনল্যান্ড এবং ইউরোপ উত্তর আমেরিকার সাথে যুক্ত ছিল। ৫ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বে উত্তর আমেরিকা থেকে গ্রিনল্যান্ড এবং ইউরোপ পৃথক হয়ে যায়।