রাজ্য
(Kingdom)
:
প্রাণিজগৎ
(Animalia) |
থেকডোন্টোসোরাস
ইংরেজি :
Thecodontosaurus ।
বৈজ্ঞানিক নাম—
Thecodontosaurus antiquus।
এই নামের অর্থ হলো- সকেট দন্ত টিকটিকি (Socket Tooth Lizard=Gr. theke "sheath, socket" + Gr. odont- (odous) "tooth" + Gr. sauros "lizard")। এদের দাঁতের গঠন সকেটধর্মী হওয়ায়- এর এরূপ নামকরণ করা হয়েছে। ১৮৩৬ সালে এর নামকরণ করেন রিলে (Riley) এবং স্টচবুরি (Stutchbury)।
এরা ছিল উদ্ভিদভোজী। ২২ কোটি ৪০ লক্ষ বৎসর থেকে ২০ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ট্রায়াসিক অধিযুগ) এরা আদি ইউরোপীয় অঞ্চলে বসবাস করতো। এদের জীবাশ্ম পাওয়া যায় ইংল্যান্ডের ব্রিস্টলের নিকটবর্তী অংশে এবং ওয়েলসে। এরা মরুভূমির মতো শুষ্ক অঞ্চলে বসবাস করতো। এদের দৈর্ঘ্য ছিল ৪ ফুট (১.২৫ মিটার), উচ্চতা ছিল ১ ফুট (৩০ সেন্টিমিটার) এবং ওজন ছিল ২৫ পাউন্ড। এরা ছিল দ্বিপদী। এদের পিছনের পায়ে ছিল- পাঁচটি আঙুল এবং হাতে ছিল বৃদ্ধাঙ্গুলিসহ পাঁচটি আঙুল।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/