ইয়েটস-এর শ্রেণি বিন্যাস

Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Sauropsida
Superorder: Dinosauria
Order: Saurischia
Suborder: Sauropodomorpha
Infraorder: Prosauropoda
Family: Riojasauridae
Genus: Eucnemesaurus
Species: E. fortis

আলিওয়ালিয়া
ইংরেজি :
Aliwalia
বৈজ্ঞানিক নাম :
Aliwalia rex

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার Aliwal North থেকে এই নাম গৃহীত হয়েছে। উল্লেখ্য ১৯৮৫ সালে গ্যাটন (Galton) এর নামকরণ করেন।

২০০৬ খ্রিষ্টাব্দে ইয়েটস (Yates) এর নামকরণ করেন Eucnemesaurus fortis। উল্লেখ্য ১৯২০ খ্রিষ্টাব্দে Egbert Cornelis Nicolaas van Hoepen কিছু জীবাশ্ম পরীক্ষা করে Eucnemesaurus গণের নামকরণ করেছিলেন। তবে এখন পর্যন্ত এই ডাইনোসরের বৈজ্ঞানিক Aliwalia rex নাম হিসাবেই উল্লেখ করা হয়।

রা ছিল মাংসাশী। ২২ কোটি বৎসর আগে (ট্রায়াসিক অধিযুগ) এরা আদি আফ্রিকা অঞ্চলে বসবাস করতো। এটিই ছিল প্রথম বড় ধরনের মাংসাশী ডাইনোসর।

এদের দৈর্ঘ্য ছিল ২৫ ফুট (৮ মিটার)
, উচ্চতা ১২ ফুট (৩.৫ মিটার) এবং ওজন ছিল ১৫০০ কেজি।


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Eucnemesaurus