Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Clade: Archosauriformes
Clade: incertae sedis
Genus: Arctosaurus
Adams, 1875
species
Arctosaurus osborni
Adams, 1875

আর্ক্টোসোরাস
ইংরেজি : Arctosaurus
বৈজ্ঞানিক নাম : Arctosaurus osborni

Arctosaurus একটি ডাইনোসর-এর গণের নাম। এই নামের অর্থ হলো- আর্কেটিক টিকটিকি (arctic lizard) ১৮৭৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন এ্যাডামস (Adams)

এরা ছিল মাংসাশী এরা ট্রায়াসিক অধিযুগের শেষের দিকে বসবাস করতো এদের দৈর্ঘ্য ছিল ১০ ফুট (৩ মিটার) এর গলার কিছু হাড়ের জীবাশ্ম পাওয়া গেছে কানাডার হেইবার্গ ফরমেশানে।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Arctosaurus
http://theropoddatabase.blogspot.com/2010/06/arctosaurus-poposaurid.html