Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Sauropsida
Superorder: Dinosauria
Order: Saurischia
Suborder: Theropoda
Genus: Alwalkeria

এ্যাল্‌ওয়াকেরিয়া
ইংরেজি : Alwalkeria
বৈজ্ঞানিক নাম
Alwalkeria maleriensis

Alice Walker's =Al(ick) + Walker + -ia থেকে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে। মূলত ব্রিটিশ পুরাতত্ত্ববিদ Alick D. Walker-এর নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। ১৯৮৭ খ্রিষ্টাব্দে walkeria maleriensis নামটি প্রথম দিয়েছিলেন শঙ্কর চট্টোপাধ্যায়। ১৯৯৪ খ্রিষ্টাব্দে শঙ্কর চট্টোপাধ্যায় এবং ক্রেইজার এর নামকরণ করেন Alwalkeria maleriensis

এরা ছিল মাংসাশী। সোরিশ্চিয়া বর্গের ডাইনোসর থেকে এ্যাল্‌ওয়াকেরিয়া গণের উদ্ভব হয়েছিল  ট্রায়াসিক অধিযুগের ২৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই গণের প্রজাতিটি
Alwalkeria maleriensis প্রজাতিটি ২২.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল।

এদের আবাসস্থল ছিল ভারত উপমহাদেশ। এদের জীবাশ্ম পাওয়া গেছে ভারতের অন্ধ্র প্রদেশে। এখান থেকে এর নিম্ন চোয়ালের অংশ এবং ২৮টি অসম্পূর্ণ মেরুদণ্ডের অস্থি পাওয়া গেছে।

আদি ডাইনোসরগুলোর মধ্যে এরা ছিল আকারে ছোট। এরা ছিল দ্বিপদী, সামনে দুটো হাতের মতো অঙ্গ ছিল। শিকার ধরার সময় এরা এই হাত ব্যবহার করতো। এছাড়া এদের ছিল সুদীর্ঘ লেজ। এই লেজের সাহায্যে এরা দেহের ভারসাম্য রক্ষা করতো।


সূত্র: