জুরাসিক অধিযুগ
ইংরেজি :
Jurassic
এই অধিযুগটি হলো
মেসোজোয়িক যুগ-এর মধ্যবর্তী দ্বিতীয় অধিযুগ। এই অধিযুগের স্থায়িত্ব কাল হলো— ২০ কোটি
১৩ লক্ষ থেকে ১৪ কোটি ৫৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ। এর আগের অধিযুগ
ট্রায়াসিক এবং পরের অধিযুগের নাম
ক্রেটাসিয়াস
। ভূবিজ্ঞানীরা জুরাসিক অধিযুগকে
ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
আদ্য জুরাসিক অন্তঃযুগ
(Lower/Early Jurassic):
২০.১৩-১৪.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
এটি জুরাসিক অধিযুগের প্রথম অন্তঃযুগ। এই অন্তঃযুগকে মোট ৪টি আমলে ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো—
- হেট্টানগিয়ান আমল
(Hettangian): ২০.১৩-১৯.৯৩ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- সিনেমুরিয়ান আমল
(Sinemurian):
১৯.৯৩-১৯.০৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- প্লিয়েনসব্যাচিয়ান আমল
(Pliensbachian): ১৯.০৮-১৮.২৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- টোয়ারসিয়ান আমল
(Toarcian): ১৮.২৭-১৮
১৭.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
মধ্য জুরাসিক অন্তঃযুগ
(Middle Jurassic):
এটি জুরাসিক অধিযুগের মধ্য অন্তঃযুগ। এই অন্তঃযুগের সময় সীমা ছিল- ১৭ কোটি ১০ লক্ষ বৎসর থেকে ১৬
কোটি ৩৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই অন্তঃযুগকে মোট ৪টি আমলে ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো-
- আলেনিয়ান আমল (Aalenian): ১৭.১- ১৭.০৩ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- বাজোসিয়ান আমল
(Bajocian): ১৭.০৩-১৬
.৮৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- বাথোনিয়ান আমল
(Bathonian):
১৬.৮৩ -১৬.৬১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- ক্যালোভিয়ান আমল
(Callovian): ১৬.৬১-১৬.৩৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
ঊর্ধ্ব জুরাসিক অন্তঃযুগ
(Upper/Late Jurassic):
এটি জুরাসিক অধিযুগের শেষ অন্তঃযুগ। এই অন্তঃযুগের সময় সীমা ছিল- ১৫ কোটি ৭৩ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৪ কোটি ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই অন্তঃযুগকে মোট ৩টি আমলে ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো-
- অক্সফোর্ডিয়ান আমল
(Oxfordian):
১৬.৩৫-১৫.৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- কিমমেরিজিয়ান আমল
(Kimmeridgian): ১৫.৭৩-১৫.২১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- টিথোনিয়ান আমল
(Tithonian): ১৫.২১-১৪.৪৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
এই অধিযুগের শুরুতে মহদেশগুলোর ভিতর বিচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকলেও— মহদেশগুলো একত্রিতই ছিল। এই সময়
গোণ্ডোয়ানার
উত্তর আফ্রিকা অংশের সাথে যুক্ত ছিল ইটালি, তুরস্ক এবং ইরান। তবে এ্যান্টাক্টিকা এবং অষ্ট্রেলিয়া পৃথক হয়ে গিয়েছিল।
আবার ভারত উপমহাদেশ বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে সঞ্চালিত হয়ে
লাওরেশিয়ার
সাথে সংঘর্ষের সৃষ্টি করেছিল।
অন্যদিকে
গোণ্ডোয়ানা থেকে উত্তর আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চালিত হয়েছিল এবং মেক্সিকো উপসাগর সৃষ্টির সূচনা ঘটেছিল। ইতোমধ্যে দক্ষিণ
আমেরিকা এবং আফ্রিকা বিচ্ছিন্ন হওয়ার ফলে উভয় মহাদেশের ভিতর সরু প্রণালীর সৃষ্টি হয়েছিল। মধ্য-জুরাসিকে মহামহাদেশও কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এই সময়ে আবহাওয়া ছিল বেশ শুষ্ক ও গরম। প্রাণীকুলে এই অধিযুগে নূতন নূতন প্রজাতির উদ্ভব ঘটে। এই অধিযুগে ডাইনোসরের
আধিপত্য বৃদ্ধি পেয়েছিল সর্বাধিক। বিশেষ করে এই সময় দানবাকৃতির বিশাল বিশাল উদ্ভিদভোজী ডাইনোসরের উদ্ভব ঘটেছিল। কিন্তু অগভীর জলাশয়ের বহু প্রাণী এই সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল।
আবার এই যুগের আরম্ভেই
স্তন্যপায়ীদের আবির্ভাব ঘটেছিল।
জুরাসিক অধিযুগের উল্লেখযোগ্য ঘটনা
-
২০.১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ:
এই সময়ে থেরোপোডা উপবর্গের অন্তর্গত নিওথেরাপোডা থাক থেকে
উদ্ভব ঘটে এভেরোস্টা
(Averostra)
থাকের প্রজাতিসমূহ ।
-
|
২০ থেকে ১৮ কোটি খ্রিষ্টাব্দের প্যাঙ্গিয়া মহা-মহাদেশের কাল্পনিক চিত্র |
২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ:
প্যাঙ্গিয়া মহা-মহাদেশ
বিভাজিত হয়ে যায়। এর উত্তরাংশ দিয়ে তৈরি হয়
লাওরেশিয়া
এবং দক্ষিণাংশ দিয়ে তৈরি হয়
গোণ্ডওয়ানা মহা-মহাদেশ
(Gondwana)।
এই সময়ে ডাইনোসোরিয়া থেকে উৎপন্ন
হয় অর্নিথিশকিয়া
(Ornithischia)
বর্গের প্রজাতিসমূহ।
এই
বর্গের
এ্যাব্রিক্টোসোরাস গণের
ডাইনোসর বসবাস করতো আদি দক্ষিণ
আমেরিকা ও আফ্রকা অঞ্চলে।
-
১৮.৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ:
সরীসৃপ বর্গের এভেরোস্টা থাক থেকে
উদ্ভব হয় সেরাটোসোরিয়া থাকের ডাইনোসর।
-
১৮.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: গোণ্ড্ওয়ানার মধ্যাঞ্চলে ছিল আফ্রিকা থেকে এ্যান্টার্ক্টিকা,
মাদাগাস্কার, ভারত এবং অষ্ট্রেলিয়া।
-
১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: স্তন্যপায়ী প্রাণীর
ট্রেকনোথেরিয়া থাক থেকে
ক্ল্যাডোথেরিয়া থাকের প্রাণিকুলের উদ্ভব হয়। এর কাছাকাছি সময়র এই থাক
থেকে উৎপন্ন হয়েছিল
জাথেরিয়া
থাক ও ড্রাইয়োলেসটোইডিয়া ঊর্ধবর্গের প্রাণিকুল।
জাথেরিয়া
থাকের অন্তর্গত
ট্রাইবোসফেনিডা থাকের প্রাণিকুলও এই সময়ে আবির্ভূত হয়েছিল।
-
১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ: পাখির মতো এ্যাভিয়ালানস থাকের ডাইনোসরের উদ্ভব
হয়।
টেট্রাপোড থেকে
আদিম পাখির উদ্ভব
ঘটেছিল।
এছাড়া এই সময়ে ট্রাইবোসফেনিডা
স্তন্যপায়ী প্রাণিকুল থেকে আবির্ভুত হয়েছিল
থেরিয়া থাকের প্রাণিকুল এবং
থেরিয়া থাক থেকে
ইউথেরিয়া।
এখন পর্যন্ত এই থাকের প্রাণী সর্ব প্রাচীন নমুনা পাওয়া গেছে চীনে। এই প্রাণীটি এই
থাকের
জুরামিয়া গণের একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম-
Juramaia sinensis।
-
১৫.৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে প্লিয়োসোরাস
(Pliosaurus)
গণের প্রজাতিসমূহের উদ্ভব হয়।
-
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আফ্রিকার পূর্ব দিক থেকে
দক্ষিণ আমেরিকা পৃথক হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকে। এই সময় এ্যান্টার্ক্টিকা,
মাদাগাস্কার, ভারত এবং অষ্ট্রেলিয়া এক সাথেই ছিল। কিন্তু এরপর অস্ট্রেলিয়া থেকে
নিউজিল্যাণ্ড পৃথক হয়ে যায়।
-
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে দিকে অষ্ট্রেলিয়া থেকে ভারত পৃথক হয়ে যায় এবং
উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ফলে নিঃসঙ্গ এ্যান্টর্ক্টিকা
একাকী দক্ষিণ মেরুর দিকে চলে যায়।
-
১১ কোটি পূর্বাব্দে
মূল প্যাঙ্গিয়া থেকে গোণ্ড্ওয়ানা অনেক দূরে সরে গেলে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয় ।
এই
অধিযুগের ডাইনোসরসমূহ
আর্কিয়োপ্টেরিক্স
এ্যানচিসোরাস
এ্যানুরোগ্নাথাস
এ্যাপ্যাটোডোন
এ্যাপ্যাটোসোরাস
এ্যাব্রিক্টোসোরাস
এ্যামোসোরাস
এ্যম্পেলোসোরাস
এ্যাম্ফিসিলিয়াস
এ্যালোকোডোন
ম্যাসোস্পোন্ডিলাস