জুরাসিক অধিযুগ
ইংরেজি : Jurassic

এই অধিযুগটি হলো মেসোজোয়িক যুগ-এর মধ্যবর্তী দ্বিতীয় অধিযুগ। এই অধিযুগের স্থায়িত্ব কাল হলো— ২০ কোটি ১৩ লক্ষ থেকে ১৪ কোটি ৫৪ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ। এর আগের অধিযুগ ট্রায়াসিক এবং পরের অধিযুগের নাম ক্রেটাসিয়াস ভূবিজ্ঞানীরা জুরাসিক অধিযুগকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-

আদ্য জুরাসিক অন্তঃযুগ (Lower/Early Jurassic):  ২০.১৩-১৪.৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
এটি জুরাসিক অধিযুগের প্রথম অন্তঃযুগ। এই অন্তঃযুগকে মোট ৪টি আমলে  ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো—

মধ্য জুরাসিক অন্তঃযুগ (Middle Jurassic): এটি জুরাসিক অধিযুগের মধ্য অন্তঃযুগ। এই অন্তঃযুগের সময় সীমা ছিল- ১৭ কোটি ১০ লক্ষ বৎসর থেকে ১৬ কোটি ৩৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই অন্তঃযুগকে মোট ৪টি আমলে ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো-

ঊর্ধ্ব জুরাসিক অন্তঃযুগ (Upper/Late Jurassic): এটি জুরাসিক অধিযুগের শেষ অন্তঃযুগ। এই অন্তঃযুগের সময় সীমা ছিল- ১৫ কোটি ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ থেকে ১৪ কোটি ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই অন্তঃযুগকে মোট ৩টি আমলে ভাগ করা হয়েছে। এই আমলগুলো হলো-

 

এই অধিযুগের শুরুতে মহদেশগুলোর ভিতর বিচ্ছেদ প্রক্রিয়া অব্যাহত থাকলেও মহদেশগুলো একত্রিতই ছিল। এই সময় গোণ্ডোয়ানা উত্তর আফ্রিকা অংশের সাথে যুক্ত ছিল ইটালি, তুরস্ক এবং ইরান। তবে এ্যান্টাক্টিকা এবং অষ্ট্রেলিয়া পৃথক হয়ে গিয়েছিল। আবার ভারত উপমহাদেশ বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে সঞ্চালিত হয়ে লাওরেশিয়ার সাথে সংঘর্ষের সৃষ্টি করেছিল। 

অন্যদিকে গোণ্ডোয়ানা থেকে উত্তর আমেরিকা বিচ্ছিন্ন হয়ে পশ্চিম দিকে সঞ্চালিত হয়েছিল এবং মেক্সিকো উপসাগর সৃষ্টির সূচনা ঘটেছিল। ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা বিচ্ছিন্ন হওয়ার ফলে উভয় মহাদেশের ভিতর সরু প্রণালীর সৃষ্টি হয়েছিল। মধ্য-জুরাসিকে মহামহাদেশও কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 

এই সময়ে আবহাওয়া ছিল বেশ শুষ্ক ও গরম। প্রাণীকুলে এই অধিযুগে নূতন নূতন প্রজাতির উদ্ভব ঘটে। এই অধিযুগে ডাইনোসরের আধিপত্য বৃদ্ধি পেয়েছিল সর্বাধিক। বিশেষ করে এই সময় দানবাকৃতির বিশাল বিশাল উদ্ভিদভোজী ডাইনোসরের উদ্ভব ঘটেছিল। কিন্তু অগভীর জলাশয়ের বহু প্রাণী এই সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। আবার এই যুগের আরম্ভেই
স্তন্যপায়ীদের আবির্ভাব ঘটেছিল।


জুরাসিক অধিযুগের উল্লেখযোগ্য ঘটনা


এই অধিযুগের ডাইনোসরসমূহ
আর্কিয়োপ্টেরিক্স
এ্যানচিসোরাস
এ্যানুরোগ্নাথাস
এ্যাপ্যাটোডোন
এ্যাপ্যাটোসোরাস
এ্যাব্রিক্টোসোরাস
এ্যামোসোরাস
এ্যম্পেলোসোরাস
এ্যাম্ফিসিলিয়াস
এ্যালোকোডোন
ম্যাসোস্পোন্ডিলাস