Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Order: Saurischia
Clade: Theropoda
Family: Abelisauridae
Subfamily: Abelisaurinae
Genus: Abelisaurus

লিসোরাস
Abelisaurus

ডাইনোসরিয়া প্রাণীকুলের একটি গণ বিশেষ। বিজ্ঞানী রোবার্টো এ্যাবেল (Roberto Abel)-এর নামানুসারে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে।  Abel (এ্যাবেল, বিজ্ঞানীর নাম) + গ্রিক sauros (টিকটিকি)।  এই অর্থে এর বাংলা হতে পারে এ্যাবেলের টিকটিকি। উল্লেখ্য এ্যাবেল ছিলেন আর্জেন্টিনার Museum of Natural Science-এর ডিরেক্টর ১৮৮৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন- জে এফ বোনাপার্ট (J. F. Bonaparte) এবং এফ ই নোভাস (F. E. Novas)।  ১৯৮৫ খ্রিষ্টাব্দে আর্জেন্টিনার রিও নেগরো প্রদেশে (Rio Negro Province) এর কিছু খণ্ডিত কঙ্কাল পাওয়া গেছে

এই গণের প্রজাতিগুলো ছিল মধ্যমাকৃতির। এরা ছিল দ্বিপদী এবং মাংসাশী-উদ্ভিদভোজী ডাইনোসর। উল্লেখ্য এই গণের একমাত্র প্রজাতি হলো- Abelisaurus comahuensis

ক্রেটাসিয়াস অধিযুগের ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই গণের ডাইনোসরের আবির্ভাব হয়েছিল।
এদের দৈর্ঘ্য ছিল ২১-২৬ ফুট (৬.৫-৭.৯ মিটার), পিছনের দিকে উচ্চতা ছিল ৬.৬ ফুট (২ মিটার) এবং ওজন ছিল ১.৪ টন এদের ছিল বিশাল আকারের মুখবিবর এবং শক্তিশালী চোয়াল উভয় পাটির দাঁতগুলো এলোমেলোভাবে সজ্জিত ছিল অন্যান্য মাংসাশীদের তুলনায় এদের দাঁতের দৈর্ঘ্য ছিল কম এরা চলাচলের জন্য পিছনের দুই পা ব্যবহার করতো এবং শিকারের সময় সামনের হাত ব্যবহার করতো সামনের হাতে ছিল তীক্ষ্ম নখযুক্ত তিনটি আঙুল


সূত্র :