ক্রেটাসিয়াস অধিযুগ
ইংরেজ : Cretaceous

মেসোজোয়িক যুগ-এর অন্তর্গত এই অধিযুগের তৃতীয় ও শেষ অধিযুগ। জুরাসিক অধিযুগের শেষে এই অধিযুগ শুরু হয়। এই অধিযুগের সময়সীমা ছিল  ১৪ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ  থেকে ৬ কোটি ০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। এই বৃহৎ সময়কালকে বিজ্ঞানীরা ১২টি  আমলে ভাগ করেছেন। এই আমলগুলোকে আবার দুটি অন্তঃযুগে বিন্যস্ত করা হয়েছে। নিচে এই ভাগগুলোর তালিকা দেওয়া হলো-

ইংরেজি Cretaceous শব্দানুসারে বাংলাতে ক্রেটাসিয়াস শব্দটি গৃহীত হয়েছে। উল্লেখ্য ল্যাটিন "creta" (chalk) সূক্ষ্ণরন্ধ্রযুক্ত পাললিক পাথর) থেকে ইংরেজি Cretaceous শব্দ গৃহীত হয়েছে। অনেক ভাষায় একে চক অধিযুগ (chalk period) বলা হয়। কারণ এই অধিযুগে চক বা সূক্ষ্ণরন্ধ্রযুক্ত পাললিক পাথরের সৃষ্টি হয়েছিল। দক্ষিণ-পূর্ব ইংল্যাণ্ডে প্রাপ্ত চক-ধর্মী কিছু পাথর বিশ্লেষণ করে যে বয়স নিরূপণ করা হয়েছিল, সেই সময়কেই এই যুগের আরম্ভকাল ধরা হয়। এই সূত্রে এই যুগের নামকরণ করা হয়েছে ক্রেটাসিয়াস।
 

ক্রেটাসিয়াস অধিযুগের প্রথমার্ধের তাপমাত্রা যথেষ্ঠ উষ্ণ ছিল। ফলে এই সময়ে মেরু অঞ্চলে কোন বরফ ছিল না। এই কারণেই সাধারণ সমতল ভূভাগের বিচারে সমুদ্রের উপরিভাগ বেশ উচ্চ ছিল। অধিকাংশ ভূভাগের উপরিভাগে তখনও সমুদ্রের পানি ছিল। এই জলাভূমিতে সৃষ্টি হয়েছিল বিশাল বনভূমি। মূলত এই অধিযুগে সপুস্পক উদ্ভিদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।

ক্রেটাসিয়াস অধিযুগের প্রথমার্ধ অতিক্রান্ত হওয়ার পর থেকে ক্রমে ক্রমে পৃথিবীর  তাপমাত্রা কমতে শুরু করে। এই সময়ে আগ্নেয়গিরিগুলো অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। তৈরি হয়েছিল বিভিন্ন আগ্নেয় পর্বতমালা। এই সময়ের সৃষ্ট উল্লেখযোগ্য পর্বতমালাগুলো হলো- উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডাস, মার্কিন যুক্তরাষ্ট্রেরর পশ্চিমাঞ্চলীয় রকি পর্বতমালা, ইউরোপের আল্পস পর্বতমালা। মধ্য ক্রেটাসিয়াস অধিযুগে সমুদ্রের পানি ভূভাগের এক-তৃতীয়াংশ স্থান দখল করেছিল। এই সময়ে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকলে ক্রমে ক্রমে মেরু অঞ্চলে বরফ জমাট বাঁধতে শুরু করে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে।

ক্রেটাসিয়াস অধিযুগে জড়-পৃথিবীর বিবর্তন

জীবজগতের বিবর্তন
এই অধিযুগের শুরুর দিকে  ইউথেরিয়া থাকের স্তন্যপায়ী এবং প্রথম গর্ভফুলযুক্ত স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটেছিল এই অধিযুগের শুরুতেই। এই সময়েই উদ্ভব ঘটেছিল দাঁতযুক্ত কিছু পাখির। এই যুগে উদ্ভিদ জগতে ঘটেছিল অভাবনীয় পরিবর্তন। এই অধিযুগেই আবির্ভূত হয়েছিল আদি সপুষ্পক উদ্ভিদসমূহ। অবশ্য এই  উদ্ভিদ জগতে এই বিবর্তন শুরু হয়েছিল পূববর্তী জুরাসিক অধিযুগ-এর শেষার্ধ থেকেই। 

মূলত এই সময় জলে-স্থলে নতুন ধরনের
ডাইনোসর-সহ অনেক সরীসৃপ ও পক্ষী জাতীয় প্রাণীএবং বিভিন্ন ধরনের উদ্ভিদের আবির্ভাব ঘটেছিল। অনুকূল আবহাওয়ার কারণে, এই অধিযুগের প্রথমার্ধ পর্যন্ত পৃথিবী ডাইনোসর-অধ্যুষিত গ্রহে পরিণত হয়েছিল। কিন্তু আবহাওয়ার দ্রুত পরিবর্তনের সাথে তাল রেখে নিজেদের টিকিয়ে রাখার ক্ষমতা ডাইনোসরগুলোর ছিল না। ধারণা করা হয়, ডাইনোসর বিলুপ্তির পিছনে মহাদেশীয় বিভাজন ও এবং এর সাথে পরিবর্তিত আবহাওয়া একটি মূখ্য ভূমিকা রেখেছিল। জীবজগতে অভিযোজনের সূত্রে কিছু প্রজাতির ভিতর শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটেছিল। ক্রেটাসিয়াস অধিযুগের শেষে ডাইনোসর-এর প্রায় বিলুপ্ত ঘটে। এই সময়ে স্তন্যপায়ী প্রাণী ও পক্ষীকূলের আধিপত্য বৃদ্ধি পেয়েছিল।
 

 

নিডারিয়া পর্বের প্রজাতিসমূহের বিবর্তন:
এই অধিযুগে আবির্ভূত হয়েছিল
নিডারিয়া পর্বের অন্তর্গত অক্টোকোরালিয়া উপশ্রেণির  হেলিয়োপোরাসিয়া বর্গের
আদিম প্রবালের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল।
ক্রেটাসিয়াস অধিযুগেই  এই বর্গের প্রজাতিগুলো দুটো গোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই গোত্র দুটি হলো-


এই অধিযুগের
ডাইনোসরের তালিকা নিচে দেওয়া হলো।

অউকাসোরাস
অগাস্টানিয়া
আঙ্গাটুরামা
আরাগোসোরাস
আরালোসোরাস

আর্কিয়োসেরাটপস
আর্কিয়োর্নিথোইডিজ
আর্গিয়োসোরাস
আর্ক্যানসোরাস
আর্জেন্টিনোসোরাস
আর্‌হৃনোসেরাটপস
আলাক্সাসোরাস
আল্টির্হিনাস
ঈজিপ্টোসোরাস
ঈপাইসোরাস
ঈয়োলোসোরাস
এন্টার্ক্টোসোরাস
এ্যাকান্থোফোলিস
এ্যাক্রোক্যান্থাস
এ্যাকিলোব্যাটর
এ্যাকেলোউসোরাস
এ্যাক্টিয়োসোরাস
এ্যাক্রোক্যান্থোসোরাস
এ্যাগাথাউমাস
এ্যাঙ্কিসেরাটপস
এ্যাডাসোরাস
এ্যানটোনিয়ান
এ্যানাবিসেটিয়া
এ্যানাসাজিসোরাস
এ্যানিম্যানট্যার্ক্স
এ্যানোপ্লোসোরাস
এ্যানোডোন্টোসোরাস
এ্যান্ডেসোরাস
 
এ্যান্সেরিমিমাস
এ্যাফ্রোভিন্যাটর
এ্যাবেলিসোরাস
এ্যাব্রোসোরাস
এ্যামার্গোসোরাস

এ্যামুরোসোরাস
এ্যাম্টোসোরাস
এ্যাম্ফিসিলিয়াস
এ্যারাউক্যানোর‌্যাপ্টর
এ্যারিস্টোসুকাস
এ্যালেক্ট্রোসোরাস
এ্যাল্টিস্পাইন্যাক্স
এ্যাল্‌ভারেজ্‌সোরাস
টির‌্যানোসোরাস
থেকোসিলুরাস
থেকোস্পন্ডিলাস