Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Superorder: Dinosauria
O
rder: Saurischia
Suborder: Theropoda
Infraorder: Coelurosauria
Family: Compsognathidae
Genus:  Aristosuchus
Seeley1887

এ্যারিস্টোসুকাস
ইংরেজি : Aristosuchus
বৈজ্ঞানিক নাম: Aristosuchus pusillus
সমনাম:
Poekilopleuron pusillus,‭ ‬Poekilopleuron mino

এক প্রকার
ডাইনোসর। এই নামের অর্থ হলো উৎকৃষ্ট কুমির টিকটিকি ((best crocodile=Gr. aristos "best, superior" + Gr. soukhos "crocodile")

১৮৭৬ খ্রিষ্টাব্দে এই ডাইনোসর সম্পর্কে বর্ণনা করেন রিচার্ড ওয়েন। তিনি এর নামকরণ করেছিলেন
Poekilopleuron pusillus। ১৮৭৯ খ্রিষ্টাব্দে এডওয়ার্ড ড্রিঙ্কার কোপে এর নামকরণ করেন ‭ ‬Poekilopleuron mino। আর ১৮৮৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন হ্যারি গোভিয়ের সিলি (Harry Govier Seeley‭ ‬Seeley)। বর্তমানে এই নামটিই সবাই স্বীকার করে নিয়েছেন।

 

১২ কোটি ৫০ লক্ষ বৎ্সর পূর্বে (ক্রেটাসিয়াস অধিযুগ) এই ডাইনোসরগুলো ইউরোপের ইংল্যান্ড অঞ্চলে বসবাস করতো।

এর কোনো পূর্ণাঙ্গ জীবাশ্ম পাওয়া যায় নি। এর পিউবিস, ফেমুর, মেরুদণ্ডের কিছু অংশ অনুসারে এর আকার সম্পর্কে ধারণা করা হয়ে থাকে। সম্ভবত এদের দৈর্ঘ্য ছিল ৬.৫ ফুট (২ মিটার) এবং ওজন ছিল ৬৫ পাউন্ড (৩০ কেজি)।  এদের দাঁত ছিল অত্যন্ত তীক্ষ্ণ। হাতের নখ ছিল বেশ বড় ও ধারাল। এই সূত্রে বিবেচনা করা হয় এরা ছিল এরা ছিল মাংসাশী।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Aristosuchus
http://www.prehistoric-wildlife.com/species/a/Aristosuchus.html
http://dinosaurs.wikia.com/wiki/Aristosuchus