Kingdom:
Animalia |
![]() |
১৯২৪ খ্রিষ্টাব্দে আর্জেন্টিনায় প্রাপ্ত জীবাশ্মের ছবি |
তথ্যসূত্রানুসারে কল্পিত এই ডানোসরের ছবি |
১৯২৪ খ্রিষ্টাব্দে এর পায়ের একটি জীবাশ্ম পাওয়া যায় আর্জেন্টিনায়। এরই সূত্রে বিজ্ঞানীরা এই প্রজাতিটির বৈশিষ্ট্য নিরুপণ করার চেষ্টা করেছেন। বিজ্ঞানীদের ধারণা, এদের দৈর্ঘ্য ছিল ৭০ ফুট (২১ মিটার) এবং ওজন ছিল ২০০০০ কেজি। এরা ছিল দৈত্যাকার চতুষ্পদী ডাইনোসর।
সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/Argyrosaurus
http://www.prehistoric-wildlife.com/species/a/argyrosaurus.html