Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Clade: Dinosauria
Genus:  Argyrosaurus
Lydekker
1893

আর্গিরোসোরাস
ইংরেজি : Argyrosaurus

ডাইনোসর একটি গণ বিশেষ এই নামের অর্থ হলোরূপালী টিকটিকি (Silver Lizard=Gr. argyros "silver" + Gr. sauros "lizard")

১৮৯৩ খ্রিষ্টাব্দে লাইডেকার
(Lydekker) এর নামকরণ করেন। এরা ছিল উদ্ভিদভোজী। প্রায় ৭ কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর পূর্বকালে (ক্রেটাসিয়াস অধিযুগ), এরা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বসবাস করতো। এর জীবাশ্ম পাওয়া গেছে আর্জেন্টিনা ও উরুগুয়েতে। ১৮৯৩ খ্রিষ্টাব্দে প্রথম এই ডাইনোসর সম্পর্কে বিজ্ঞানীরা আলোকপাত করেন। এই গণের একট প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এই প্রজাতিটি হলো Argyrosaurus superbus

১৯২৪ খ্রিষ্টাব্দে আর্জেন্টিনায় প্রাপ্ত জীবাশ্মের ছবি

তথ্যসূত্রানুসারে কল্পিত এই ডানোসরের ছবি

১৯২৪ খ্রিষ্টাব্দে এর পায়ের একটি জীবাশ্ম পাওয়া যায় আর্জেন্টিনায়। এরই সূত্রে বিজ্ঞানীরা এই প্রজাতিটির বৈশিষ্ট্য নিরুপণ করার চেষ্টা করেছেন। বিজ্ঞানীদের ধারণা, এদের দৈর্ঘ্য ছিল ৭০ ফুট (২১ মিটার) এবং ওজন ছিল ২০০০০ কেজি। এরা ছিল দৈত্যাকার চতুষ্পদী ডাইনোসর। 


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Argyrosaurus
http://www.prehistoric-wildlife.com/species/a/argyrosaurus.html