Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order:
Ornithischia
Family:
Ceratopsidae
subf-amily:
Chasmosaurinae
Genus: Agathaumas

এ্যাগাথাউমাস
ইংরেজি : Agathaumas
বৈজ্ঞানিক নাম : Agathaumas sylvestris

এর অর্থ হলো- মহাবিস্ময়কর (great wonder= Gr. αγαν (agan) "much, very" + Gr. θαυμα (thauma) "wonder, prodigy, monster" + -as [Gr. masculine noun suffix])) ১৮৭২ সালে এর নামকরণ করেছিলেন- কোপ (Cope)

ক্রেটাসিয়াস অধিযুগে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর আগে, এরা উত্তর আমেরিকা অঞ্চলে বসবাস করতো এরা ছিল উদ্ভিদভোজী, চতুষ্পদী ক্রেটাসিয়াস অধিযুগের সবচেয়ে ডাইনোসর হিসাবে একে উল্লেখ করা হয়।

এদের দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং ওজন ছিল ৬ টন।  এদের নাকের উপর একটি খড়গ ও চোখের উপরের দিকে দুটো শিং ছিল


সূত্র :
ডাইনোপেডিয়া
। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/